সিরাজগঞ্জের শাহজাদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে নজরুল ইসলাম (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১০-১৫ জন। তবে তাদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মঙ্গলবার (২০ মে) সকালে উপজেলার রূপবাটি ইউনিয়নের বাগধোনাইল ও কুলিয়ারচর গ্রামে এ সংঘর্ষ হয়।
নিহত নজরুল ইসলাম বাগধোনাইল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ বাঁধে। এতে বাগধোনাইল গ্রামের নজরুল ইসলামের মৃত্যু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ