মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুই দিনের সফরে আজ ঢাকায় আসছেন নরওয়ের প্রতিমন্ত্রী চীন-যুক্তরাষ্ট্র চুক্তিতে আশাভঙ্গ ভারতের, অধরাই থাকবে ‘বিশ্ব কারখানা’র স্বপ্ন? ফারাক্কা ইস্যুতে সরকার এখনই ভারতকে কিছু বলতে চায় না: রিজওয়ানা জব্দ করা সম্পত্তির মূল্য ১ লাখ ৩০ হাজার কোটি টাকা : প্রেস সচিব লুটপাটের অর্থ ব্যবস্থাপনায় বিশেষ তহবিল গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার শ্রম খাত এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর নিরাপদ খাদ্য নিশ্চিতের ক্ষেত্রে সক্ষমতার ঘাটতি রয়েছে : খাদ্য উপদেষ্টা ইশরাকের শপথ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ এগুলো বিচার নয়, হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন: হাসনাত আব্দুল্লাহ ‘লুটের টাকা ব্যবস্থাপনা তহবিল’ গঠন করবে সরকার

তামিমের ঝোড়ো ফিফটিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

পাওয়ার প্লেতে ঝোড়ো ব্যাটিংয়ে বাংলাদেশকে শক্ত ভিত গড়ে দেন দুই ওপেনার তানজিদ তামিম ও লিটন দাস। বিশেষ করে তামিম এদিন রীতিমতো তাণ্ডব চালিয়েছেন। তার ফিফটিতেই বড় সংগ্রহের পথ খুঁজে পায় বাংলাদেশ। যে পথ ধরে হেটেছেন নাজমুল হোসেন শান্ত-তাওহিদ হৃদয়রা। তাতে প্রথমবারের মতো আরব আমিরাতের বিপক্ষে দুইশ ছাড়ানো সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

শারজায় টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেছেন তামিম।

গত ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমনকে আজ বিশ্রাম দেওয়া হয়েছে। তাই তানজিদ তামিমের সঙ্গে ইনিংস ওপেন করেন লিটন দাস। এদিন শুরু থেকেই বোলারদের ওপর তাণ্ডব চালান তামিম। তার ঝোড়ো ব্যাটিংয়ের সামনে কোনো বোলারই যেন থিতু হতে পারছিলেন না।

পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৬৬ রান করে বাংলাদেশ। প্রায় এক বছর আর ১৪ ইনিংস পর টি-টোয়েন্টিতে উদ্বোধনী জুটিতে ফিফটি পেয়েছে দল। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ব্যক্তিগত ফিফটি করেন তামিম। তৃতীয় বাংলাদেশি হিসেবে এমন কীর্তি গড়েন। ২৫ বলে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। তবে এর পর আর বেশি দূর এগোতে পারেননি। ৩৩ বলে ৫৯ রান করে ফিরেছেন এই ওপেনার।

তিনে নেমে দারুণ ব্যাটিং করেছেন শান্ত। তার স্ট্রাইকরেট নিয়ে বেশ সমালোচনা হলেও আজ উইকেটে এসেই শট খেলেছেন। তবে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। ১৯ বলে করেছেন ২৭ রান। একই পথে হেটেছেন তাওহিদ হৃদয়ও। দারুণ ব্যাটিং করা এই মিডল অর্ডার ব্যাটার সাজঘরে ফিরেছেন ফিফটি না পাওয়ার আক্ষেপ নিয়ে। তার ব্যাট থেকে এসেছে ২৪ বলে ৪৫ রান।

বাকিরা আক্রমণাত্মক ব্যাটিং করলেও এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করার চেষ্টা করেছেন লিটন। ৩২ বলে ৪০ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক। এ ছাড়া শেষদিকে দারুণ ক্যামিও খেলেছেন জাকের আলি। এই উইকেটকিপার ব্যাটারের ব্যাট থেকে ৬ বলে ১৮ রান এসেছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com