পাকিস্তান সুপার লিগে বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেনকে দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স। তবে পাকিস্তান ও ভারত সংঘাত শুরুর পর রিশাদ ফিরে আসেন দেশে। এরপর তারা দলে নেয় আরেক বাংলাদেশি তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে। এবার তৃতীয় বাংলাদেশি হিসেবে লাহোর কালান্দার্সে যোগ দিতে চলেছেন মেহেদী হাসান মিরাজ।
২৭ বছর বয়সী এই অলরাউন্ডারকে ডেকেছে লাহোর কালান্দার্স। সিকান্দার রাজার পরিবর্তে মিরাজকে দলে নেয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করে ফেলেছে প্লে-অফ নিশ্চিত করা দলটি।
ফ্র্যাঞ্চাইজি আসরটি খেলতে এরইমধ্যে বিসিবির কাছে অনাপত্তিপত্র চেয়ে আবেদন করেছেন মিরাজ।
এ বিষয়ে গণমাধ্যমকে বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস বলেন, ‘মিরাজ আধাঘণ্টা আগে পিএসএল খেলার এনওসি চেয়ে আবেদন করেছেন। এখন বোর্ড সিদ্ধান্ত নিবে।’
বাংলাদেশ ক্রিকেট দল সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি সিরিজ খেললেও মিরাজ দলে নেই। এপ্রিলে আইসিসি মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা এই ক্রিকেটার বিসিবির অনাপত্তিপত্র পেলে প্রথমবারের মতো দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন।
গতকাল রাতে পেশোয়ার জালমিকে ২৬ রানে হারানো লাহোর এরইমধ্যে প্লে-অফে খেলা নিশ্চিত করেছে।
দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট না খেলা মিরাজ এখন পর্যন্ত সব মিলিয়ে ১৫৩ টি-টোয়েন্টি খেলে ৭.৫৫ ইকোনমিতে নিয়েছেন ১০৭ উইকেট। ব্যাট হাতে আছে ৭টি ফিফটিসহ ২০৯৯ রান।
বাংলা৭১নিউজ/এসএকে