শনিবার, ১৭ মে ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধায় মধ্যরাতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জুলধা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুলতান বাপের বাড়ি এলাকায় তারা এ মিছিল করেন। 

প্রায় ১২ থেকে ১৫ জনের অংশগ্রহণে মিছিলটি ৩ থেকে ৪ মিনিট স্থায়ী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কয়েকজন যুবক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে দেশে, বীরের বেশে’ এ ধরনের স্লোগান দিয়ে মিছিল করেন।

ঘটনার পরপরই কর্ণফুলী থানা পুলিশ অভিযান চালায়। অভিযানে ফারহান (২২) নামের এক যুবকসহ তিনজনকে আটক করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ‘ঘটনার খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করেছি।’

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com