শনিবার, ১৭ মে ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
একের পর এক বাস নিয়ে কাকরাইলে আসছেন জবির সাবেক-বর্তমান শিক্ষার্থীরা কাতারের বিমান উপহার: ট্রাম্পের সমালোচনা করছেন তার সমর্থকরাও ভুল হলে তা থেকে শিক্ষাগ্রহণ করে আমরা এগোতে চাই তৃতীয় দিনের মতো কাকরাইলে চলছে জবির আন্দোলন একদিনে ১৪৩ ফিলিস্তিনিকে হত্যা, নিহত ৫৩ হাজার ছাড়ালো আওয়ামী লীগ নির্বাচন থেকে বাদ পড়ায় কাদের সুবিধা হলো গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব কাতারের সঙ্গে লাখো কোটি ডলারের চুক্তির পর আমিরাত যাচ্ছেন ট্রাম্প বারবার যেন দেশে ফ্যাসিবাদের উত্থান না ঘটে : আলী রীয়াজ ই-জিপি’র ১০০ শতাংশ কাভারেজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

অস্ত্রোপচারের পর কেমন আছেন মিশা সওদাগর

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগরের হাঁটুর অস্ত্রোপচার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে তার এ অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এ খবর জেনে মিশার অনুরাগীরা বেশ চিন্তিত হয়ে পড়েন। এছাড়া মিশাকে মারধরের নামে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে। এতে করে তার সহকর্মী ও ভক্তরা আরও উদ্বিগ্ন হয়ে যান।

অস্ত্রোপচারের পর মিশা সওদাগর কেমন আছেন তার সবাই জানতে মুখিয়ে ছিলেন। এবার মিশা নিজেই তার সোশ্যাল মিডিয়ায় শারীরিক অবস্থার কথা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। মহান আল্লাহতালার দরবারে অশেষ শুকরিয়া। গতকাল আমার লিগামেনট অপারেশন যুক্তরাষ্ট্রের ডালাসে সম্পন্ন হয়েছে।

এখন আমি বাসায় অবস্থান করছি। আমি কৃতজ্ঞতা জানাই দেশে-বিদেশে যারা আমাকে দোয়া করেছেন তাদেরকে। বিশেষ করে আমার চলচ্চিত্র পরিবারকে। আমার সমিতিকে। আমার দেশের সব সাংবাদিককে সর্বোপরি দেশ-বিদেশে সবাইকে।’

এদিকে সোশ্যাল মিডিয়ায় বুধবার (১৪ মে) রাত থেকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। বিভিন্ন গ্রুপে শেয়ার করা এ ভিডিওর ক্যাপশনে বলা হচ্ছে, এটি মিশা সওদাগরকে মারধরের ভিডিও। এতে আরও দাবি করা হয় মিশা সওদাগর ‘মব’র আক্রমণের শিকার হয়েছেন। একদল উত্তেজিত তাকে রাস্তায় মারধর করেছেন। এ দৃশ্য দেখার জন্য উৎসুক জনতা ভিড় করেছে।

এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর মিশার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। এটি দেখে তার অনুরাগীরা চিন্তিত হয়ে পড়েন। কেউ কেউ মনে করেন, আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এ অভিনেতা।

কিন্তু অভিনেতা মিশাকে মারধরের ভিডিওটি মোটেই সত্যি নয়। মিশার নাম করে ভুয়া এ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তবেও মিশার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার ছবিটি সত্যি। জানা গেছে, এ অভিনেতা হাঁটুর অস্ত্রোপচারের জন্য যুক্তরাষ্ট্রে একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছবিটি সেই হাসপাতাল থেকে তোলা।

মিশা সওদাগার প্রায় ৯ বছর আগে ‘মিসড কল’ নামে একটি সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন। সে সময় তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। সে সময়ে চিকিৎসা নিয়ে সুস্থও হয়ে অভিনয়েও ফিরেছিলেন তিনি। তবে আবারও সেই একই স্থানে আঘাত পান এ অভিনেতা। তাই উন্নত চিকিৎসার জন্য তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রে গিয়েছেন।

অভিনেতা জায়েদ খান মিশা সওদাগরের চিকিৎসার ব্যাপারে গণমাধ্যমকে বলেন, যুক্তরাষ্ট্রের ডালাসের একটি হাসপাতালে মিশা সওদাগরের হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন তার জন্য।

মিশা সওদাগর ২০১৬ সালে সাফি উদ্দিন সাফি নির্মিত ‘মিসড কল’ সিনেমায় অভিনয় করেছিলেন। এতে একটি গানের দৃশ্যে নাচের শুটিং করার সময় পায়ে ব্যথা পান তিনি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা অভিতার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে বলে জানান।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com