মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যত প্রভাবশালীই হোক চাঁদাবাজদের ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা সন্ত্রাসী ও সন্ত্রাসবাদে অন্তর্বর্তী সরকারের নীতি ‘জিরো টলারেন্স’ তিন ক্যাটাগরিতে ১৭৫৭ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ মাইলস্টোনের ঘটনায় আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের চেষ্টা চলছে নির্বাচন উপলক্ষে দেড় লাখ পুলিশকে ট্রেনিং দেওয়া হবে: প্রেস সচিব ঝুঁকি নিয়ে আহতদের সেবা দেওয়া চিকিৎসকরা ‘জুলাইয়ের নায়ক’: প্রধান উপদেষ্টা জুলাই সনদের খসড়া তৈরি, ১২ বিষয়ে ঐকমত্য বাংলাদেশকে আবার গড়ে তোলার চেষ্টা করছেন তারেক রহমান : ফখরুল ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের বিদেশি মেডিকেল টিমের প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা প্রকাশ

সৌদি মাতালেন উর্বশী, নিলেন ৭ কোটি

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে
বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা যেন বছরজুড়েই খবরের শিরোনামে থাকেন তার বিলাসবহুল সাজপোশাক ও আকাশছোঁয়া পারিশ্রমিকের কারণে। ভারতের সীমানা ছাড়িয়ে তার খ্যাতি এখন বিদেশেও ছড়িয়ে পড়েছে বহুদূর। মাত্র এক মিনিটের পারফরম্যান্সের জন্য ১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৩২ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়ে এক সময় আলোচনায় ছিলেন উর্বশী। সেই রেকর্ডই এবার ভেঙেছেন তিনি নিজেই—সৌদি আরবের জেদ্দায় একটি স্টেজ শো থেকে নিয়েছেন ৭ কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ কোটি ৮৮ লাখ টাকা।

এই নজিরবিহীন অর্জন নিয়ে মানি কন্ট্রোলকে দেওয়া এক সাক্ষাৎকারে উর্বশী বলেন, ‘এটা কেবল আমার একার নয়, প্রতিটি ভারতীয় নারীর জয়। বছরের পর বছর নিষ্ঠা, শৃঙ্খলা আর শিল্পের প্রতি বিশ্বাসের ফল এটা। আমি বিশ্বাস করি, এই সাফল্য আরও বহু ভারতীয় মেয়ের জন্য নতুন দুয়ার খুলে দেবে।’

জেদ্দা সফরের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘সৌদি আরব ভ্রমণটি ছিল অসাধারণ।

আমি প্রথম ভারতীয় নারী, যে জেদ্দায় পারফর্ম করেছে। যে আতিথেয়তা আর ভালোবাসা পেয়েছি, তা হৃদয় ছুঁয়ে গেছে। এক কথায়, এ ছিল এক অনন্য সাংস্কৃতিক বিনিময়।’সম্পদের দিক থেকেও উর্বশীর ঝুলিতে চোখ ধাঁধানো অঙ্ক।

ইন্ডিয়া টাইমস জানায়, তার মোট সম্পদের পরিমাণ ২৩৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩৬ কোটি ৬৮ লাখ টাকা)। তবে টেলি চক্কর, ডিএনএ আর ডেকান ক্রনিকল বলছে, এই অভিনেত্রীর সম্পদের পরিমাণ ৫৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭৮৪ কোটি ৬২ লাখ টাকা ছাড়িয়েছে)! শুধু অভিনয় নয়—বিজ্ঞাপন, মডেলিং, সোশ্যাল মিডিয়া প্রমোশন আর আন্তর্জাতিক প্রজেক্ট থেকেও মোটা অঙ্কের আয় করেন উর্বশী।
ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৭২ মিলিয়নের বেশি। এছাড়া বিলাসবহুল গাড়ি সংগ্রহেও পিছিয়ে নেই তিনি। বলিউড লাইফের তথ্য অনুযায়ী, ফেরারি পোর্টোফিনো (মূল্য ৩.৫ কোটি রুপি), ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডোর (৬ কোটি), বিএমডব্লিউ ৭ সিরিজ (১.৮৩ কোটি), মার্সিডিজ বেঞ্চ এস ক্লাস (১.৭১ কোটি) আর অডি কিউ৭ (৮০-৯০ লাখ) তার গ্যারেজে শোভা পায়।
উর্বশী অভিনীত সর্বশেষ সিনেমা ‘ডাকু মহারাজ’ মুক্তি পায় চলতি বছরের ১২ জানুয়ারি। তেলেগু ভাষার এই সিনেমায় দক্ষিণী সুপারস্টার নান্দামুরি বালাকৃষ্ণার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। সিনেমার ‘দাবিডি ডিবিডি’ গানে তার পারফরম্যান্স ঘিরে সমালোচনা হলেও বক্স অফিসে ভালোই সাড়া ফেলেছে ছবিটি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com