ভারত-পাকিস্তান সংঘাতময় পরিস্থিতিতে এক সপ্তাহের জন্য স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল। নতুন করে আগামী শনিবার থেকে আবার শুরু হচ্ছে আইপিএলের বাকি অংশ। তবে, এরই মধ্যে ভারত ছেড়ে গেছেন অনেক বিদেশি ক্রিকেটার। যাদের অনেকেই আইপিএলের দ্বিতীয় পর্বে ফিরে আসবেন না বলে জানিয়ে দিয়েছেন।
এমন পরিস্থিতিতে দিল্লি ক্যাপিটালস ডেকে নিলো বাংলাদেশের বাঁ-হাতি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে। অস্ট্রেলিয়ান ক্রিকেটার জ্যাক ফ্রেজার ম্যাগার্কের পরিবর্তে মোস্তাফিজকে ডেকে নিলো দিল্লি। নিজেদের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে দিল্লি ক্যাপিটালস।