মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন

মেট গালায় নজর কাড়লেন প্রিয়াঙ্কা-নিক

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে চলতি বছরের ‘মেট গালা ২০২৫’ যেন এক তারকাময় মিলনমেলা। একের পর এক চমকপ্রদ উপস্থিতির মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের যুগল এন্ট্রি রীতিমতো আলোচনার কেন্দ্রে। শাহরুখ খানের ঐতিহাসিক রেড কার্পেট ওয়াকের পর, এই দম্পতির হাতে হাত রেখে প্রবেশ যেন আরও এক রাজকীয় মুহূর্ত উপহার দিল বিশ্ব ফ্যাশন দুনিয়াকে।

প্রিয়াঙ্কা এদিন পরেছিলেন সাদা রঙের উপর কালো পোলকা ডটের কো-অর্ড সেট। মাথায় বড় কালো টুপি ও মানানসই গয়নায় নজর কেড়েছেন তিনি। অন্যদিকে, নিকও সাদা-কালো থিম বজায় রেখে তারকা জৌলুসে মঞ্চ মাতিয়েছেন। রেড কার্পেটে পা রেখে, ক্যামেরার সামনে একে অপরকে জড়িয়ে ধরা এবং একসঙ্গে পোজ দেওয়া মুহূর্তগুলো ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

নিকের ভদ্রতা ও যত্নশীল আচরণও মন জয় করেছে ভক্তদের। রেড কার্পেটের আগে হোটেলের বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা করেন এই দম্পতি। এমনকি প্রিয়াঙ্কাকে গাড়িতে উঠতে সাহায্য করার মতো ছোট্ট মুহূর্তও নজর এড়ায়নি ভক্তদের চোখ থেকে। সবাই বলছেন, নিক নিঃসন্দেহে একজন আদর্শ স্বামী।

এদিকে, মেট গালার রেড কার্পেটে প্রথম ভারতীয় পুরুষ অভিনেতা হিসেবে উপস্থিত হয়ে ইতিহাস গড়েছেন শাহরুখ খান। সব্যসাচী মুখার্জির নকশা করা রাজকীয় পোশাকে, হাতে লাঠি, গলায় ‘K’ অক্ষরের লকেট, এবং বিলাসবহুল গয়নায় তিনি যেন এক জীবন্ত কিং। তার এই উপস্থিতিও ছিল বছরের অন্যতম সেরা আকর্ষণ।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com