বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন

চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ, কড়া বার্তা সরকারের

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

জনসংযোগকালে চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে কড়া বিবৃতি দিয়েছে অন্তর্র্বতী সরকার। এতে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত, গ্রেফতার এবং বিচারের আওতায় আনতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৫ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, চট্টগ্রাম-৮ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি প্রচারণা অনুষ্ঠানে সহিংস হামলার ঘটনায় অন্তর্র্বতী সরকার তীব্র নিন্দা জানাচ্ছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তাৎক্ষণিক তদন্তে পাওয়া গেছে, এরশাদ উল্লাহ এই হামলার টার্গেট ছিলেন না; বিক্ষিপ্তভাবে ছোড়া একটি গুলি তার শরীরে এসে বিদ্ধ হয়। সরকার এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে এবং গুলিতে আহত এরশাদ উল্লাহর দ্রুত আরোগ্য কামনা করছে।

বিবৃতিতে বলা হয়েছে, সরকার এই অপরাধমূলক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ জানাচ্ছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সকল প্রার্থী এবং নাগরিকের নিরাপত্তা ও অধিকার রক্ষায় সরকারের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত, গ্রেফতার এবং বিচারের আওতায় আনতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আমাদের রাজনৈতিক ও সামাজিক জীবনে সহিংসতা ও ভীতি প্রদর্শনের কোনো স্থান নেই। সিএমপি ইতোমধ্যেই হামলাকারীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।

একইসঙ্গে অন্তর্র্বতী সরকার সকল রাজনৈতিক দল এবং তাদের সমর্থকদের শান্ত থাকার, সংযম প্রদর্শনের এবং ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন যেন শান্তি, মর্যাদা ও ন্যায্যতার পরিবেশে অনুষ্ঠিত হয়, তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বিবৃতিতে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সারাদেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে অন্তবর্তী সরকার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগে সন্ধ্যার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় এরশাদ উল্লাহর গণসংযোগ চলাকালে গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় এরশাদ উল্লাহসহ আরও কয়েকজন গুলিবিদ্ধ হন। তার মধ্যে সারোয়ার বাবলা নামে একজনের মৃত্যু হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com