
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর জানিয়েছেন বাংলাদেশের প্রতিটি জেলায় খেলাধুলার প্রসার ঘটাতে বিসিবি কাজ করছে।
বুধবার (৫ নভেম্বর) বান্দরবানের ক্রিকেট খেলোয়াড়দের দক্ষতা ও মানোন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে বান্দরবান জেলা স্টেডিয়াম পরিদর্শন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।
আসিফ আকবর বলেন, পাহাড়ি জেলা বান্দরবানের খেলোয়াড়দেরও যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সঠিক প্রশিক্ষণ ও অবকাঠামো উন্নয়ন করা গেলে এখান থেকেও জাতীয় দলে খেলোয়াড় উঠে আসবে।
তিনি বলেন, ভবিষ্যতে বান্দরবানের ক্রিকেট অবকাঠামো উন্নয়নে বিসিবির পক্ষ থেকে বিশেষ সহায়তা প্রদান করা হবে, যাতে স্থানীয় তরুণরা নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার সুযোগ পায়।
বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, আমি বান্দরবানে পরিদর্শন করতে এসেছি এখানকার বাস্তবচিত্র বোঝার জন্য। তিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি ক্রীড়ার শক্তির আঁধার। এই শক্তিকে কাজে লাগাতে পারলে দেশের ক্রিকেট আরও সমৃদ্ধ হবে।
তিনি আরও বলেন, এখানে কোচের সংকট রয়েছে, পর্যাপ্ত লজিস্টিক সাপোর্টেরও অভাব। তবে এসব সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতেই আমি এসেছি। বিসিবি স্থানীয় পর্যায়ে কোচ নিয়োগ, প্রশিক্ষণ সুবিধা ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে কাজ করবে।
এ সময় স্থানীয় ক্রিকেটাররা বিসিবি পরিচালককে নিজেদের সমস্যাগুলো তুলে ধরেন এবং প্রশিক্ষক, সরঞ্জাম ও টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে সহযোগিতা কামনা করেন।
পরিদর্শনকালে চট্টগ্রাম বিভাগের ক্রীড়া কর্মকর্তারা, বান্দরবান জেলা সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজাহারুল বাবুল, সহসভাপতি এসিংপ্রু লুবু, জেলা স্থানীয় কোচ, খেলোয়াড় এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/জেএস