মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১১:২২ অপরাহ্ন

৭ বছর পর নিরাপত্তা উপদেষ্টা পর্ষদ ঢেলে সাজালেন মোদি

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

কাশ্মীরের পাহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা এবং পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার সাত বছর পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন করেছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক ডিরেক্টর অলোক জোশী এই পর্ষদের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

ছয় সদস্যের জাতীয় নিরাপত্তা পর্ষদে মূলত অবসরপ্রাপ্ত সেনা এবং আইপিএস কর্মকর্তাদের পাশাপাশি সাবেক কূটনীতিক বি বেঙ্কটেশ বর্মাও রয়েছেন। অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ভারতীয় বিমানসেনার পশ্চিমাঞ্চলীয় কমান্ডের সাবেক প্রধান এয়ার মার্শাল (অবসরপ্রাপ্ত) পিএম সিংহ, স্থলসেনার দক্ষিণাঞ্চলীয় কমান্ডের সাবেক জিওসি লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) একে সিংহ। নৌসেনার অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মন্টি খান্না এবং অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার রাজীবরঞ্জন বর্মা ও মনমোহন সিংহ।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের নেতৃত্বাধীন ‘জাতীয় নিরাপত্তা পরিষদ’ সুরক্ষা সংক্রান্ত মূল পদক্ষেপের দায়িত্বে রয়েছে। অলোক জোশীর নেতৃত্বাধীন উপদেষ্টা পর্ষদের কাজ হবে সুরক্ষাজনিত দৃষ্টিকোণ পর্যালোচনা করে ডোভালের কমিটিকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া। ২০১৮ সালের পর এই প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন করা হলো।

সম্প্রতি পাহেলগাঁওয়ে ২২ এপ্রিলের হত্যাকাণ্ডে ২৫ জন পর্যটক এবং একজন স্থানীয় বাসিন্দা নিহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে এবং কাশ্মীরে উপত্যকা জুড়ে সেনা তৎপরতা জোরদার করা হয়েছে।   

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মোদি মঙ্গলবার তার বাসভবনে সামরিক আধিকারিক এবং গুরুত্বপূর্ণ আমলাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। সেনাবাহিনীকে পরবর্তী পদক্ষেপের জন্য ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন। বুধবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকও অনুষ্ঠিত হয়।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com