মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

সাতসকালে ইসরায়েলে হামলা, বেজে উঠল সাইরেন

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উদ্দেশে নিক্ষেপ করা হয়। খবর আরব নিউজের।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করেছে এবং হুমকি প্রতিহত করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে।

এদিকে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের পর এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দেশটির জরুরি সেবাদাতা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানায়, আশঙ্কামুক্ত হওয়ায় সাইরেন বাজা অঞ্চলগুলোর বাসিন্দাদের আশ্রয়স্থল থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

এর আগে, সোমবার এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তারা ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুর দিকে তিনটি ড্রোন হামলা চালিয়েছে। ড্রোনগুলো তেল আবিব, আশকেলন ও হাইফা— এই তিনটি গুরুত্বপূর্ণ শহরের দিকে ছোড়া হয় বলে দাবি করেন তিনি।

এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই গাজার কাছাকাছি নেটজারিম বন এবং মিশর সীমান্ত এলাকায় সতর্কতা সাইরেন বাজতে শোনা যায়। পরে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা হুতিদের ছোড়া একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তবে বাকি দুটি ড্রোন সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি তেল আবিব।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com