রাজধানীর বনানীতে দুর্বৃত্তের গুলিতে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী জামাল হোসেন (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
সোমবার (৪ আগস্ট) দিবাগত রাতে ঢামেকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, গত শুক্রবার (১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বনানী থানাধীন বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির অফিস ক্লাবের সামনে জামাল হোসেনকে গুলি করে দুর্বৃত্তরা।
তাকে হাসপাতালে নিয়ে আসা ভাই মো. সজল জানান, আমার ভাই বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। মহাখালী সাততলা বস্তির বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির অফিস ক্লাবের সামনে দুর্বৃত্তরা তাকে মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এসেছিলাম। গতরাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমার ভাই মারা গেছে।
তিনি আরো জানান, আমার ভাই মহাখালীর বক্ষব্যাধি স্টাফ কোয়ার্টারে থাকতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন জানান, জামাল নামের এক ব্যক্তি মাথায় গুলিবিদ্ধ হয়ে ঢামেকের আইসিইউতে গত রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ