বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশে ১০০ মিনি হিমাগার তৈরি হবে: কৃষি উপদেষ্টা ‘অধিকার আদায়ে তরুণদের আর যেন জীবন দিতে না হয়’ মামলার আগে নাম না দেওয়ার জন্য, পরে নাম কাটানোর জন্য টাকা নেওয়া হয় খুনিকে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, বলছেন আ’লীগের বিচার করবেন? ভারত-পাকিস্তানকে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতের গর্বের ৫টি যুদ্ধবিমান এখন কেবল ছাই আর ধ্বংসস্তূপ: শেহবাজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী আজ মধ্যরাতে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপন-মানোন্নয়নে ৯৮৫ কোটি টাকা ব্যয় অনুমোদন আমরা বিনিয়োগ থেকে শুরু করে সবক্ষেত্রে সহযোগিতা নিশ্চিত করতে চাই

চুয়াডাঙ্গায় অসহনীয় গরমে জনজীবন বিপর্যস্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৫৩ শতাংশ। ফলে গরমের মাত্রা অসহনীয় হয়ে উঠেছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুর ৩টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, তাপমাত্রা তুলনামূলকভাবে খুব বেশি না হলেও আর্দ্রতার মাত্রা বেশি থাকার কারণে গরম বেশি অনুভূত হচ্ছে। আগামী কয়েক দিন এমন অবস্থা থাকতে পারে।

শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, প্রচণ্ড গরমের কারণে রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে। বিশেষ করে দুপুরের দিকে শহর ফাঁকা হয়ে পড়ে।

চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকার ডাব বিক্রেতা হারুন মিয়া বলেন, রোদ আর গরমে বিক্রিও কমে গেছে। মানুষ ঘর থেকে বের হতে চায় না।

 

চুয়াডাঙ্গা পৌর এলাকার বাসিন্দা গৃহিণী সালমা খাতুন বলেন, সকালে কাজকর্ম সারতে না পারলে পরে আর সম্ভব হয় না। প্রচণ্ড ঘাম আর অস্বস্তির জন্য ঠিকমতো নিশ্বাসও নিতে কষ্ট হচ্ছে।

শহরের কলেজ মোড়ে দাঁড়িয়ে থাকা রিকশাচালক লিয়াকত আলী বলেন, ঘাম আর গরমে নাকাল হতে হয়। কিন্তু পেটের দায়ে বের হতেই হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডা. মাহবুবুর রহমান মিলন জানান, এ ধরনের গরমে ডিহাইড্রেশন ও হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। সবাইকে পরামর্শ দিচ্ছি, প্রয়োজনে ছাড়া বাইরে বের না হতে এবং প্রচুর পানি ও তরল খাবার খেতে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, বর্তমানে বৃষ্টির সম্ভাবনা কম। ফলে অস্বস্তিকর গরম পরিস্থিতি আরও কয়েক দিন থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com