বুধবার, ০৭ মে ২০২৫, ০২:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

ঝটিকা মিছিল বিরোধী অভিযান : আরও ৮ জন গ্রেপ্তার

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরো আট সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তাররা হলেন- কামরাঙ্গীরচর থানার ৫৭ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ শহিদ (৪১); বংশাল থানা ৩৩ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. জিয়া মিয়া (৪৫); ২৮ নং ওয়ার্ড  শেরে বাংলা নগর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুর রব পাটোয়ারী (৫০); ২৮ নং ওয়ার্ড যুবলীগ, শেরে বাংলা নগর থানার সহ-সভাপতি মো. কবির হোসেন ওরফে পানি কবির (৩৫); ৪৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের ৪৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক প্রার্থী এম কে আজিম;  মহানগর উত্তর তুরাগ থানা কৃষক লীগ নেতা  মো.দেলোয়ার হোসেন (৪২); বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ, কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রায়হান আহমেদ (৪৩) ও বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও সাবেক স্বেচ্ছাসেবক লীগের রামপুরা থানার সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম খান লিটু (৪৫)।

শনিবার (২৬ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবির বরাত দিয়ে মুহাম্মদ তালেবুর রহমান বলেন, শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে শামীম আহমেদ শহিদকে এবং বিকেল আনুমানিক সাড়ে ৫টায় মো. জিয়া মিয়াকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগ। পরে শুক্রবার রাত সাড়ে ৮টায় ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম তেজগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে মো. আব্দুর রব পাটোয়ারী ও মো. কবির হোসেন  ওরফে পানি কবিরকে গ্রেপ্তার করে।

রাত পৌনে ১০টায় যাত্রাবাড়ী থানাধীন কলাপট্টি থেকে এম কে আজিমকে গ্রেপ্তার করেছে ডিবি-ওয়ারী বিভাগ এবং রাত আনুমানিক পৌনে ১২টায় তুরাগ থানা এলাকা থেকে মো. দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে ডিবি উত্তরা বিভাগ।

শনিবার রাত পৌনে ১টায় মুগদা এলাকা থেকে রায়হান আহমেদকে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম। একই দিন রাত আনুমানিক দেড়টায় রামপুরা মহানগর প্রজেক্ট এলাকা থেকে মোহাম্মদ কামরুল ইসলাম খান লিটুকে গ্রেপ্তার করে ডিবি-গুলশান বিভাগের অপর একটি টিম।

তালেবুর রহমান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্নভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com