সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
‘আমাদের বলতে বাধা দিলে, লড়াই বাধবে’: নাহিদ ইসলাম পাকিস্তানের বিপক্ষে জয়, টাইগারদের ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন ড. ইউনূসের মালয়েশিয়া সফর : প্রতিরক্ষাখাতে চুক্তিসহ হতে পারে ৩ সমঝোতা যদি কোনোদিন জেলে যেতে হয়, তাহলে কি সেখানে আমি উঁচু কমোড পাব? বিমান মন্ত্রণালয়ের প্রকল্প নির্ধারিত সময় ও বাজেটের মধ্যেই শেষ করার নির্দেশ ভূমিকর আদায়ের হার সন্তোষজনক : ভূমি উপদেষ্টা ফিটনেসবিহীন গণপরিবহন সরিয়ে নিতে বিশেষ ঋণ দেবে সরকার : ফাওজুল কবির টেকসই বিনিয়োগে বৈশ্বিক প্রতিশ্রুতি জরুরি : পরিবেশ উপদেষ্টা পার্বত্য এলাকায় টেকসই শান্তি প্রতিষ্ঠায় সরকার আন্তরিক : পররাষ্ট্র উপদেষ্টা পরিস্থিতির কারণে গোপালগঞ্জে গুলি করেছে সেনাবাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

ড. ইউনূসের মালয়েশিয়া সফর : প্রতিরক্ষাখাতে চুক্তিসহ হতে পারে ৩ সমঝোতা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

আগস্টের দ্বিতীয় সপ্তাহে মালয়েশিয়া সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার সফরে প্রতিরক্ষাখাতে সহযোগিতা নিয়ে একটি চুক্তি এবং আরো তিন থেকে চারটি সমঝোতা স্মারক সই হতে পারে।

সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামী ১১-১৩ আগস্ট দেশটিতে রাষ্ট্রীয় সফর করবেন প্রধান উপদেষ্টা। তার সফর নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন কাজ করছে। তারিখ চূড়ান্ত হলেও এখনো কর্মসূচি নিয়ে আলাপ-আলোচনা চলছে। সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হবে।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে, ড. ইউনূসের কুয়ালালামপুর সফরে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে একটি চুক্তি এবং চারটি সমঝোতা স্মারক সই করতে চায় মালয়েশিয়া। যার মধ্যে জ্বালানি খাতে একটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছিল, তবে এটি না হওয়ার সম্ভাবনা বেশি। এর বাইরে সেমিকন্ডাক্টর, ফরেন সার্ভিস একাডেমি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বা বিআইআইএসএস এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হতে পারে।

নাম না প্রকাশ শর্তে সরকারের এক কর্মকর্তা জানান, জুলাইয়ে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের কথা ছিল। তবে জুলাইয়ে নানা ব্যস্ততার কারণে মালয়েশিয়াকে অনুরোধ করে আগস্টে সফর নেওয়া হয়েছে। এটি একটি পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফর হবে। আমরা আশা করছি, এটি একটি ভালো সফর হবে। সফরে কিছু সমঝোতা স্মারক ও চুক্তি সইয়ের প্রস্তুতি চলছে। এখনো অনেক সময় বাকি। এ ধরনের ভিভিআইপি ভিজিটে শেষ মুহূর্তে সিদ্ধান্ত হয়। 

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত ১০টি দেশ সফর করেছেন ড. ইউনূস। সবশেষ, গত জুনে তিনি যুক্তরাজ্য সফর করেন। সেই সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ হয়নি প্রধান উপদেষ্টার। এমনকি, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিওর সঙ্গেও সাক্ষাৎ হয়নি। এর আগে, প্রধান উপদেষ্টা চীন-জাপান সফর করলেও সেগুলো পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফর ছিল না।

সংশ্লিষ্টরা বলছেন, ‘বন্ধু’ আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মালয়েশিয়া যাচ্ছেন ড. ইউনূস। পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফর এবং বন্ধুর আতিথেয়তায় প্রধান উপদেষ্টার সফরটি বেশ তাৎপর্যপূর্ণ হবে। দুই সরকারপ্রধান সম্পর্কের দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করার সুযোগ পাবেন। বিশেষ করে, শ্রমবাজার, রোহিঙ্গা সংকট ও মিয়ানমার ইস্যু, কৃষি, জ্বালানি, শিক্ষা, হালাল অর্থনীতি, সুনীল অর্থনীতি, আসিয়ানসহ আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশের মধ্যে সহযোগিতা এবং নতুন সম্ভাবনা নিয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রগুলো আরো জানাচ্ছে, মালয়েশিয়া থেকে প্রধান উপদেষ্টার ইন্দোনেশিয়া সফরের পরিকল্পনা আছে সরকারের। তবে এখন পর্যন্ত সফরটি চূড়ান্ত হয়নি। আবার সফরটি না হওয়ার ইঙ্গিতও রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে। ক্ষমতা গ্রহণের দুই মাস পর অক্টোবরে ঢাকা সফর করেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ওই সফরটি ছিল অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশে কোনো বিদেশি সরকার প্রধানের প্রথম উচ্চ পর্যায়ের সফর।

সরকারের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা বলেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের বছরে বাণিজ্য প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার। এটি আরো বাড়ানোর সুযোগ আছে। মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করতে চায় বাংলাদেশ। প্রধান উপদেষ্টার সফরে বাণিজ্য-বিনিয়োগ নিয়ে ব্যাপক আলোচনা হতে পারে। শ্রমবাজার নিয়ে আলোচনা হবে। আশা করছি, ভালো কিছু হবে এই সফরে।

সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ব‌লে‌ছি‌লেন, আগস্টে প্রধান উপদেষ্টা মালয়েশিয়া যাবেন। এটি দ্বিপক্ষীয় সফর হবে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দেন ড. ইউনূস। এরপর নভেম্বরে আজারবাইজানে কপ-২৯ সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা। গত ডিসেম্বরে ড. ইউনূস ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিশর সফর করেন।

চলতি বছরের জানুয়ারিতে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দেন তিনি। এরপর মার্চে চীন সফর করেন ড. ইউনূস। এপ্রিলে বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড, এরপর কাতার এবং পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ভ্যাটিকান সিটিতে যান প্রধান উপদেষ্টা।

মে মাসে জাপান সফর করেন প্রধান উপদেষ্টা। সবশেষ, জুনে যুক্তরাজ্য সফর করেছিলেন তিনি।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com