সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১০:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দূর্নীতিতে ডুবতে বসেছে পাউবো, কোটি টাকার তেল আত্মসাত জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে রাজধানীতে রিকশা র‌্যালি বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম বাহক নয়, মাদকের সঙ্গে জড়িত গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ৬৪ জেলায় শুরু হচ্ছে ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভের’ কাজ: সংস্কৃতি উপদেষ্টা সাংবিধানিকভাবে সমতার মর্যাদায় নারীকে অধিষ্ঠিত করা দরকার বিএনপি নেতৃত্বের চরিত্রহননের চেষ্টা হচ্ছে : ফখরুল শিশু হাসপাতালের ‘নিয়োগ কেলেঙ্কারি’ তদন্ত করছে স্বাস্থ্য মন্ত্রণালয় অপরাধ বাড়ার দাবি পুরোপুরি সত্য নয়: অন্তর্বর্তী সরকার রিটার্নিং-প্রিজাইডিং অফিসার নিয়োগে পরিবর্তন আসছে : সিইসি

শারীরিক অবস্থার উন্নতি, কেবিনে নেওয়া হলো ফরিদা পারভীনকে

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এক সপ্তাহেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন এই শিল্পীকে রবিবার (১৩ জুলাই) রাতে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

গুরুতর শ্বাসকষ্ট ও কিডনিসহ নানা জটিলতায় ভুগতে থাকা একুশে পদকপ্রাপ্ত এই কণ্ঠশিল্পীকে গত ৫ জুলাই হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৯ জুলাই গঠন করা হয় বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিক্যাল বোর্ড। এরপরই শিল্পীকে নেওয়া হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।

ফরিদা পারভীনের ছেলে ও ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক ইমাম জাফর নূমানী জানান, ‘রবিবার রাতে মাকে কেবিনে নেওয়া হয়েছে। আগের তুলনায় এখন ভালো আছেন। ডাক্তাররা জানিয়েছেন, ভিজিটর কমাতে হবে যেন মা পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন। সবাই মায়ের জন্য দোয়া করবেন।’

স্বামী, বিশিষ্ট যন্ত্রশিল্পী গাজী আবদুল হাকিমও জানালেন আশার কথা। তিনি বলেন, ‘গতকাল দুপুরে ওর (ফরিদা পারভীন) সঙ্গে কথা হয়েছে। ধীরে ধীরে কথা বলছেন। ধীরে ধীরে উন্নতি হচ্ছে।’

 চিকিৎসকরা জানিয়েছেন, শ্বাসকষ্টের পাশাপাশি তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং রক্তে সংক্রমণও ধরা পড়েছে। কিডনি বিকল হয়ে যাওয়ায় সপ্তাহে তিনবার ডায়ালিসিস করাতে হচ্ছে তাকে।

লোকসংগীতের সম্রাজ্ঞী ফরিদা পারভীন বাংলাদেশের সংগীতে অমূল্য অবদান রেখে গেছেন। এই অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮৭ সালে তিনি একুশে পদক পান। ১৯৯৩ সালে প্লেব্যাকের জন্য অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com