রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১১:২৯ অপরাহ্ন

দিনাজপুরে বিআরটিসি বাস উল্টে হেলপার নিহত

দিনাজপুর প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

দিনাজপুরের বীরগঞ্জে বিআরটিসির বাস উল্টে হেলপার নিহত হয়েছেন। রোববার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বীরগঞ্জ চাকাই হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপারের নাম সুকুমার মহন্ত (৪৭)। তিনি রংপুরের সাতগড়ার জানকি মহন্তের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ঠাকুরগাঁও থেকে রংপুরগামী বিআরটিসি বাস দিনাজপুরের বীরগঞ্জে অপর একটি যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। এতে করে হেলপারসহ বাসের যাত্রীরা চাপা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক বাসের হেলপার সুকুমার মহন্তকে মৃত ঘোষণা করেন।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, এখন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com