বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন

রাজশাহীতে চোখে স্প্রে ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

রাজশাহী প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

রাজশাহীতে চোখে স্প্রে ছিটিয়ে এক ব্যবসায়ীর ম্যানেজারের থেকে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (২০ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে নগরীর ঘোড়ামারা পোস্ট অফিসের পেছনের সড়কে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। ঘটনার সময় রিকশাচালক দ্রুত পালিয়ে যাওয়া রহস্যজনক। তাকেও খোঁজা হচ্ছে। আর ছিনতাইকারীদের মাথায় হেলমেট ছিল। তাদের শনাক্তে কাজ করছে পুলিশ।

জানা গেছে, বিলায়েন্স অটোর ম্যানেজার দিলিপ কুমার সকালে নগরের কুমারপাড়ার অবস্থিত প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী নিপুর ঘোষের বাড়ি থেকে একটি ব্যাগে ১২ লাখ টাকা নেন। টাকা নিয়ে তিনি নগরীর শিরোইল বাস টার্মিনালে অবস্থিত ব্যবসাপ্রতিষ্ঠানে রিকশায় করে যাচ্ছিলেন। পথে ঘোড়ামারা পোস্ট অফিস এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা মোটরসাইকেল রিকশার গতিরোধ করে থামিয়ে দেয়।

মোটরসাইকেলে থাকা দুজনের মধ্যে একজন দিলিপের চোখে স্প্রে ছিটিয়ে ব্যাগটি ছিনিয়ে নেওয়ার সময় ধস্তাধস্তিতে ২ লাখ টাকা রাস্তায় পড়ে যায়। এ সময় ছিনতাইকারীরা বাকি ১০ লাখ টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ঘটনার সময় রিকশাচালকও পালিয়ে যান।

তবে ঘটনার সময়ের একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সকাল ৮টা ৪৭ মিনিটে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। ছিনতাইকারীদের হামলার কয়েক সেকেন্ডের মাথায় ব্যাটারিচালিত রিকশাটি ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়। তবে রিকশাচালককে চেনা যায়নি। এ ছাড়া রিকশার নম্বরও বোঝা যায়নি। এ সময় চিৎকার শোনা যায়। এর কয়েক সেকেন্ড পরে একটি অ্যাপাচি মডেলের মোটরসাইকেল যোগে চালক ও আরোহী দুজনে একই দিকে চলে যায়।

সিসিটিভি ফুটেছে আরও দেখা গেছে, মোটরসাইকেলে থাকা দুজনের মাথায় হেলমেট ছিল। দুজনের পায়ে জুতা। এ ছাড়া চালক সদা শার্ট ও আরোহী হলকা সবুজ রঙের শার্ট পড়ে ছিলেন। তারা দুজনই জিন্স প্যান্ট পরিহিত অবস্থায় ছিলেন। আর চালকের মাথায় কালো সাদা ও আরোহীর মাথা কালো লাল স্টিকার লাগানো হেলমেট ছিল।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, ঘটনার সময় রিকশাচালক দ্রুত গতিতে পালিয়ে যান। তাকেও খোঁজা হচ্ছে। আর ছিনতাইকারীদের মাথায় হেলমেট ছিল। তবে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।

বাংলা৭১নিউজ/একে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com