মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে ২৩৫ মিলিমিটার বৃষ্টি, বিস্তীর্ণ এলাকা প্লাবিত রপ্তানি বাড়াতে অঞ্চলভিত্তিক আম প্যাকেজিং হাউজ তৈরিসহ ৮ দাবি ফের যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে টাইগাররা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হাতিয়ায় জনজীবন বিপর্যস্ত পিপিপি পদ্ধতিতে দুই বস্ত্রকল চালুসহ ৫ প্রস্তাব অনুমোদন বাচ্চু পরিবার ও লা মেরিডিয়ানের মালিকের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সঞ্জীভা গার্ডেনে ভিডিওকলে শিমুল-‘কসাই’ জিহাদ, দেখাল হত্যার স্থান ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে তিতাস-মেঘনা নদীর পানি বাড়ছে মাদক মামলার ভয় দেখিয়ে ছিনতাই: দুই পুলিশ সদস্যের দণ্ড ঘূর্ণিঝড়ে দুই বিদ্যুৎ বিতরণ সংস্থার ক্ষতি ৮৩ কোটি টাকা কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন পুলিশের ১৮০ সদস্য ঘূর্ণিঝড় রেমাল বিদ্যুৎহীন উপকূলের ১ কোটি ৫৫ লাখ পরিবার ‘সভ্য সমাজে এত নিষ্ঠুর হত্যাকাণ্ড হতে পারে না’ ঘূর্ণিঝড় রিমাল ১০ জনের মৃত্যু, দেড় লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ডিম মজুতের খবর পাওয়া যাচ্ছে, তদারকি করা হবে: কৃষিমন্ত্রী টানা বৃষ্টিতে পানি নিচে নিউমার্কেট এলাকা পানির নিচে ঢাকা পান্থপথে ভেঙে পড়েছে গাছ দিনাজপুরে শ্যালিকা হত্যায় দুলাভাইয়ের মৃত্যুদণ্ড খুলনায় উপড়ে পড়েছে শত শত গাছ, ভেঙেছে সাইনবোর্ড-বিলবোর্ড

‘বড় প্রতিশ্রুতির সফর এটা’

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮
  • ২৩২ বার পড়া হয়েছে
প্রেসিডেন্ট এরদোগান (বামে) ও রুহানি।

বাংলা৭১নিউজ,ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরান ও প্রতিবেশী তুরস্ক দ্বিপক্ষীয় বার্ষিক বাণিজ্য তিন হাজার কোটি ডলারে নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এ লক্ষ্য অর্জনে দু দেশ নিজেদের প্রচেষ্টা জোরদার করবে। ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান যৌথ সংবাদ সম্মেলনে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, মার্কিন একতরফা নিষেধাজ্ঞার পরও তার দেশ ইরানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখবে এবং মার্কিন নিষেধাজ্ঞাকে তিনি সঠিক পদক্ষেপ বলে মনে করেন না। সংবাদ সম্মেলনে দু নেতা বলেছেন, মার্কিন একতরফা নিষেধাজ্ঞার কারণে পুরো অঞ্চলের অর্থনীতির ওপর তার নেতিবাচক প্রভাব পড়তে পারে।

ইরান-তুরস্ক কৌশলগত সহযোগিতা বিষয়ক উচ্চ পরিষদের ৫ম সভায় অংশ নেন প্রেসিডেন্ট রুহানি।

এর আগে, ইরান-তুরস্ক কৌশলগত সহযোগিতা বিষয়ক উচ্চ পরিষদের ৫ম সভায় অংশ নেন দু নেতা। সভা শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে দু দেশের মধ্যে সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার আহ্বান জানানো হয়। এতে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা জোরদার হবে বলে আশা করা হয়েছে। পাশাপাশি ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যকার পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফা বের হয়ে যাওয়ার সমালোচনা করেন ইরান ও তুরস্কের নেতারা।

পরমাণু সমঝোতা রক্ষার বিষয়ে সর্বাত্মক প্রচেষ্টা জোরদার করারও প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ইরান এবং তুরস্ক। সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট এরদোগান সরাসরি বলেছেন, তার দেশ মার্কিন নিষেধাজ্ঞাকে সমর্থন করে না। তিনি বলেন, “ইরানের বিরুদ্ধে যখন অন্যায় সিদ্ধান্ত নেয়া হবে তখন আমরা তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখব।” এছাড়া, সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইরান, তুরস্ক ও রাশিয়া একসঙ্গে চলমান সহযোগিতা অব্যাহত রাখবে বলেও তুরস্ক প্রতিশ্রুতি দিয়েছে।

আজই (বৃহস্পতিবার) দুদিনের সফরে তুরস্ক পৌঁছেছেন ইরানি প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। তার সঙ্গে রয়েছে একটি উঁচু পর্যায়ের প্রতিনিধিদল।

বাংলা৭১নিউজ/সূত্র: পার্সটুডে/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com