মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে ২৩৫ মিলিমিটার বৃষ্টি, বিস্তীর্ণ এলাকা প্লাবিত রপ্তানি বাড়াতে অঞ্চলভিত্তিক আম প্যাকেজিং হাউজ তৈরিসহ ৮ দাবি ফের যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে টাইগাররা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হাতিয়ায় জনজীবন বিপর্যস্ত পিপিপি পদ্ধতিতে দুই বস্ত্রকল চালুসহ ৫ প্রস্তাব অনুমোদন বাচ্চু পরিবার ও লা মেরিডিয়ানের মালিকের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সঞ্জীভা গার্ডেনে ভিডিওকলে শিমুল-‘কসাই’ জিহাদ, দেখাল হত্যার স্থান ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে তিতাস-মেঘনা নদীর পানি বাড়ছে মাদক মামলার ভয় দেখিয়ে ছিনতাই: দুই পুলিশ সদস্যের দণ্ড ঘূর্ণিঝড়ে দুই বিদ্যুৎ বিতরণ সংস্থার ক্ষতি ৮৩ কোটি টাকা কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন পুলিশের ১৮০ সদস্য ঘূর্ণিঝড় রেমাল বিদ্যুৎহীন উপকূলের ১ কোটি ৫৫ লাখ পরিবার ‘সভ্য সমাজে এত নিষ্ঠুর হত্যাকাণ্ড হতে পারে না’ ঘূর্ণিঝড় রিমাল ১০ জনের মৃত্যু, দেড় লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ডিম মজুতের খবর পাওয়া যাচ্ছে, তদারকি করা হবে: কৃষিমন্ত্রী টানা বৃষ্টিতে পানি নিচে নিউমার্কেট এলাকা পানির নিচে ঢাকা পান্থপথে ভেঙে পড়েছে গাছ দিনাজপুরে শ্যালিকা হত্যায় দুলাভাইয়ের মৃত্যুদণ্ড খুলনায় উপড়ে পড়েছে শত শত গাছ, ভেঙেছে সাইনবোর্ড-বিলবোর্ড

ঝিনাইদহে ঐক্যফ্রন্ট প্রার্থীর ব্যবসায়িক প্রতিষ্ঠানে ছাত্রলীগ-যুবলীগের হামলা, আহত ১০

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮
  • ৮৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঝিনাইদহ:  ঝিনাইদহ-২ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী অ্যাড আব্দুল মজিদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়েছে।
রোববার রাতে ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কের খান সুপার মার্কেটের কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার টেবিল ভাঙচুর ও ১০ নেতাকর্মীদের পিটিয়ে আহত করা হয়। আহতদের মধ্যে তপু. মোহন ও হিমেল নামে ৩ জনকে হাসপাতালে পাঠানো হয়।

ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ঐক্যফ্রন্ট প্রার্থী আব্দুল মজিদ জানান, দলীয় প্রার্থিতার অনুমতিপত্র জমা দিয়ে দীর্ঘদিন পর রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দলীয় নেতাকর্মীরা আসেন। এসময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা জয়বাংলা ও নৌকা মার্কার স্লোগান দিয়ে তার কার্যালয়ে হামলা চালায়। ঐক্যফ্রন্ট প্রার্থী আব্দুল মজিদ দাবি করেন হামলায় যুবদল ও ছাত্রদলের প্রায় ১৫ নেতাকর্মী আহত হয়।

এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। তারা বমি করছেন। হামলার পর নৌকার পক্ষে ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম খেকে রামদা মিছিল বের করে শহরে আতং সৃষ্টি করে বলেও মজিদ অভিযোগ করেন। তিনি বলেন ঘটার পর পর জেলা রির্টানিং অফিসার সরোজ কুমার নাথকে অবহিত করা হলে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসনাতকে পাঠিয়ে দেন। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি বলেন, অযথা কেউ পরিবেশ নষ্ট করলে কাউকে রাতে মিছিল মিটিং করতে দেয়া হবে না। থানায় অভিযোগ দেয়ার জন্য তিনি ঐক্যফ্রন্ট প্রার্থীকে পরামর্শ দেন। তবে রাতে যখন নৌকা প্রার্থীর পক্ষে রামদা ও লাঠিসোটা নিয়ে মিছিল বের হয় তখন পুলিশের গাড়ি মিছিলকারীদের পিছু পিছু যেতে দেখা গেছে।

বাংলা৭১নিউজ/এস এইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com