শনিবার, ২৪ মে ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন

বাজারের ভেতর ঢুকে গেলো ট্রাক, নিহত ২

কিশোরগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে বাজারের ভেতরে ঢুকে গেছে একটি ট্রাক। এতে বাজার করতে আসা দুই ক্রেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

নিহতরা হলেন, ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর মুন্সি বাড়ির আঙ্গুর মিয়া (৪৫), একই ইউনিয়নের আকবরনগর গ্রামের আলির বাড়ির মো. হালিম মিয়া (৬০)।

শুক্রবার সকালে সাড়ে ৭টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের আকবরনগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আকবর নগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ভৈরবগামী একটি কাঠবোঝাই ট্রাকচাপায় দুজন পথচারী নিহত হয়েছেন। এসময় ট্রাকচাপায় দুটি অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রীসহ ১০ পথচারী আহত হন। তারা উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন।
  
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুর রহমান বলেন, সকালে ৯৯৯ কল পেয়ে দুর্ঘটনাস্থলে এসে দুজনের মৃত্যুর খবর পাই। একজন ঘটনাস্থলেই প্রাণ হারান। আরেকজন হাসপাতাল নেওয়ার পথে মারা যান।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com