রাজধানীর দক্ষিণ সায়েদাবাদ এলাকার একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞাত পরিচয় (১২) এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ জুলাই) দুপুরে যাত্রাবাড়ী থানা পুলিশ সায়দাবাদের আনোয়ারা আবাসিক হোটেলের ৫ম তলার একটি কক্ষ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার পায়ুপথেও আঘাতের চিহ্ন রয়েছে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এস আই) মো. হাসান বশির বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তারা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই হোটেলে যান। হোটেলটির পাঁচতলার একটি রুমের বিছানায় শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন তারা।
বাইরে থেকে রুমটি তালাবদ্ধ অবস্থায় ছিল। কর্তৃপক্ষের কাছে থেকে ডুপ্লিকেট চাবি নিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে তারা মরদেহটি উদ্ধার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি জানান, দুই দিন আগে আলামিন (৩০) নামের এক যুবক শিশুটিকে নিয়ে ওই হোটেলে ওঠেন। একদিনের কথা বলে তারা হোটেলে ওঠেন। আলামিন বাইরে থাকায় রোববার (১৩ জুলাই) তাকে হোটেল কর্তৃপক্ষ ফোন করে।
তিনি জানান রাতে আসবেন। তিনি রাতে না আসায় হোটেল কর্তৃপক্ষ সোমবার ডুপ্লিকেট চাবি দিয়ে রুমের তালা খুলে ভেতরে ঢুকে দেখে শিশুটি বিছানার ওপর পড়ে আছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এছাড়া শিশুটির পায়ুপথেও আঘাতের চিহ্ন রয়েছে।
এস আই মো. হাসান বশির আরও জানান, সিআইডি বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বাংলা৭১নিউজ/এবি