শুক্রবার, ২৩ মে ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

কানের লাল গালিচায় জাহ্নবী কাপুর

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো হাজির হলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ২০ মে তার অভিনীত ছবি ‘হোমবাউন্ড’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার ছিল। তার আগে লাল গালিচায় হাঁটলেন তিনি। এ দিন জাহ্নবী বেছে নিয়েছিলেন হালকা গোলাপী লেহেঙ্গা।

বেনারস থেকে সংগ্রহ করা রিয়েল টিস্যু ফ্যাব্রিক দিয়ে তৈরি পোশাক এটি। পোশাকটির ওপরে ছিল হাতে করা ক্রাশড ফিনিশ। এই কাজ পোশাকটিকে গভীরতা ও আলাদা টেক্সচার দিয়েছে। তারুণ তাহিলিয়ানির নকশা করা এই পোশাকে তাকে দারুণ দেখাচ্ছিল। পোশাকের নিচের কাঁচা সেলাই ছেঁড়া রাখা হয়েছে ইচ্ছাকৃতভাবে, যাতে বুননের নিজস্বতা বজায় থাকে।

জাহ্নবীর সাজেও ছিল পুরনো দিনের রাজকীয় ভাব। মেকআপ ছিল ন্যাচারাল- হালকা সাজ, চোখ হালকা করে সাজানো, গোলাপি ঠোঁট, আর দীপ্তিময় ত্বক। চুল বাঁধা ছিল নিচু বান করে। তার উপর হালকা ফ্যাব্রিকে মোড়া ঘোমটায় নস্টালজিক রোমান্সের আবহ তৈরি করেছিল।

গলায় একাধিক লেয়ারযুক্ত মুক্তার হার ও একটি হিরার পেন্ডেন্ট জাহ্নবীর লুকটিকে রাজকীয় ছোঁয়া এনে দিয়েছে।

ডিজাইনার তারুণ তাহিলিয়ানি ইনস্টাগ্রামে এই পোশাকের ছবি শেয়ার করে লেখেন, ‘বুননের বিশুদ্ধতাকে সম্মান জানাতেই এই নকশা।’

জাহ্নবী কাপুর লাল গালিচায় হাঁটেন ‘হোমবাউন্ড’ ছবির সহ-অভিনেতা ইশান খট্টর, বিশাল জেঠওয়া, পরিচালক নীরাজ ঘায়ওয়ান এবং প্রযোজক করণ জোহরের সঙ্গে।

‘হোমবাউন্ড’ ছবিটি কান উৎসবের ইউএন সার্টেইন রিগার্ড বিভাগে প্রদর্শিত হয়। বিশেষ ও ভিন্নধর্মী গল্প বলার চর্চা তুলে ধরা হয় ছবিটিতে। এই ছবির এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে আছেন বিশ্ববিখ্যাত পরিচালক মার্টিন স্করসেসি।

‘হোমবাউন্ড’ ছবিটি দুই বন্ধুর গল্প। তারা উত্তর ভারতের একটি ছোট গ্রাম থেকে উঠে এসে পুলিশ বাহিনীতে যোগ দেয়। তারপর শুরু হয় তাদের বন্ধুত্বের কঠিন পরীক্ষা।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com