মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে ২৩৫ মিলিমিটার বৃষ্টি, বিস্তীর্ণ এলাকা প্লাবিত রপ্তানি বাড়াতে অঞ্চলভিত্তিক আম প্যাকেজিং হাউজ তৈরিসহ ৮ দাবি ফের যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে টাইগাররা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হাতিয়ায় জনজীবন বিপর্যস্ত পিপিপি পদ্ধতিতে দুই বস্ত্রকল চালুসহ ৫ প্রস্তাব অনুমোদন বাচ্চু পরিবার ও লা মেরিডিয়ানের মালিকের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সঞ্জীভা গার্ডেনে ভিডিওকলে শিমুল-‘কসাই’ জিহাদ, দেখাল হত্যার স্থান ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে তিতাস-মেঘনা নদীর পানি বাড়ছে মাদক মামলার ভয় দেখিয়ে ছিনতাই: দুই পুলিশ সদস্যের দণ্ড ঘূর্ণিঝড়ে দুই বিদ্যুৎ বিতরণ সংস্থার ক্ষতি ৮৩ কোটি টাকা কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন পুলিশের ১৮০ সদস্য ঘূর্ণিঝড় রেমাল বিদ্যুৎহীন উপকূলের ১ কোটি ৫৫ লাখ পরিবার ‘সভ্য সমাজে এত নিষ্ঠুর হত্যাকাণ্ড হতে পারে না’ ঘূর্ণিঝড় রিমাল ১০ জনের মৃত্যু, দেড় লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ডিম মজুতের খবর পাওয়া যাচ্ছে, তদারকি করা হবে: কৃষিমন্ত্রী টানা বৃষ্টিতে পানি নিচে নিউমার্কেট এলাকা পানির নিচে ঢাকা পান্থপথে ভেঙে পড়েছে গাছ দিনাজপুরে শ্যালিকা হত্যায় দুলাভাইয়ের মৃত্যুদণ্ড খুলনায় উপড়ে পড়েছে শত শত গাছ, ভেঙেছে সাইনবোর্ড-বিলবোর্ড

ছয় ঘণ্টা পর শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ৩০ জুলাই, ২০১৮
  • ৫২৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: রাজধানীর কুর্মিটোলায় বাসচাপায় দুই শিক্ষার্থীর নিহতের প্রতিবাদে ডাকা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকালে বিমানবন্দর সড়ক অবরোধের ছয় ঘণ্টা পরেই তারা অবরোধ প্রত্যাহার করে নেয়।

অবরোধ চলাকালীন শিক্ষার্থীরা ঘাতক বাসের চালক ও সহকারীকে বিচারের আওতায় আনার দাবি জানান।পাশাপাশি, সড়ক দুঘর্টনা রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানান অনেকেই।

এক শিক্ষার্থী বলেন, ‘যে এই পরিবহনের মালিক, তাঁকে এখানে আসতে হবে এবং বেপরোয়া যে বাস চালায়, একটা নতুন নিয়ম করতে হবে। আর এখানে একটা ওভারব্রিজ চালু করতে হবে।’ সকালে অবরোধের ফলে বন্ধ হয়ে যায় এয়ারপোর্ট রোডের দুই পাশের যান চলাচল।

বিক্ষোভরত আরেক ছাত্র বলেন, ‘এ দেশে আইন আছে। আইনের প্রয়োগ নেই। মেয়র আনিসুল হক যে, একটি সিস্টেমে যে বাসগুলিকে একটি আওতায় আনতে চেয়েছিলেন, আজকে যদি সেটা হতো, তাহলে এই প্রতিযোগিতা হতো না।’

গতকাল রোববার রাজধানীর কুর্মিটোলার এয়ারপোর্ট রোডে বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হন। এ ছাড়াও আহত হন আরো চারজন। পরে, এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা বাসে আগুন ধরিয়ে দেয়, শতাধিক বাস ভাঙচুর করে। এ সময় বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।

নিহত শিক্ষার্থীরা হলেন শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মীম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম।

নিহত দিয়া খানম মীমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেছেন।পরে র‍্যাব এ ঘটনায় দুই চালক এবং দুজন সহকারীকে আটক করে। আজ বিকেলে ক্যান্টনমেন্ট থানায় তাঁদের হস্তান্তর করার কথা রয়েছে।

জানা যায়, আগামীকাল মঙ্গলবার সিএমএম আদালতে চার আসামিকে হাজির করে রিমান্ড চাইবে পুলিশ।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com