বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাজার গণহত্যাকে স্বীকার করে না, তাদের নিষেধাজ্ঞা নিয়ে মাথা ব্যথা নেই কঠোর তদারকির অভাবে সুন্দরবন পুড়ে ছাই হচ্ছে : বাপা আমেরিকার আশায় আন্দোলন করলে হবে না: নুর বৃহস্পতিবার সন্ধ্যায় ১৪ দলের সভা ডেকেছেন শেখ হাসিনা সব সূচকে পিছিয়ে ঢাকা, বাসযোগ্যতায় দরকার রাজনৈতিক সদিচ্ছা বিএনপির বহিষ্কৃত নেতার কাছে ধরাশায়ী আ’লীগের ৫ নেতা কুড়িগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ঝালকাঠিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় অগ্নিসংযোগ-গুলিবর্ষণ, আহত ৪ সিলেট থেকে ছেড়ে গেল বিমানের হজ ফ্লাইট চট্টগ্রামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে রাষ্ট্রপতির আহ্বান আইসিসির ওপর নিষেধাজ্ঞার আভাস যুক্তরাষ্ট্রের এফডিসিতে নিপুণের শাস্তির দাবিতে শিল্পীদের মিছিল বোরো ধানের ফলনে সন্তোষ, দামে হতাশ কৃষক তেহরানে ইব্রাহিম রাইসির জানাজা পড়ালেন আয়াতুল্লাহ খামেনি তরুণরা ব্যবসায় এগিয়ে এলে বিনিয়োগ নিয়ে পাশে থাকবে প্রাণ অবশেষে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যে তিন দেশ হিমালয়সহ পাহাড়-পর্বত রক্ষায় বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হতে হবে লাল গোলাপের সাজে মোহনীয় লুকে ভাবনা এমপি আনোয়ারুল হত্যাকাণ্ড দুই দেশের কোনো বিষয় নয়: পররাষ্ট্রমন্ত্রী

যুগ্মসচিব ও উপসচিব পদে ১৩২ কর্মকর্তার পদোন্নতি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ১৫ মে, ২০১৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: যুগ্মসচিব ও উপসচিব পদে পদোন্নতি পেলেন ১৩২ জন কর্মকর্তা। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রবিবার (১৫ মে) পদোন্নতির আদেশ জারি করা হয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে উপসচিব থেকে ৭০ কর্মকর্তা যুগ্মসচিব ও সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব হয়েছেন ৬২ জন। তবে বিদেশ থাকা আরও তিন কর্মকর্তাকে যুগ্মসচিব ও ৯ কর্মকর্তাকে উপসচিব হিসেবে পদোন্নতির সিদ্ধান্ত হয়েছে। বিদেশ থেকে ফিরলে তাদের পদোন্নতির আদেশ কার্যকর হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে।

দীর্ঘদিন ধরে জনপ্রশাসনে তিনস্তরে পদোন্নতির গুঞ্জণ শোনা যাচ্ছিল। এজন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে দফায় দফায় সভা করেছে সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি)। অবশেষে গত বৃহস্পতিবার (১২ মে) ৮৫ জন যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতি প্রাপ্তদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। নতুন যুগ্মসচিব ও উপ-সচিবদের পদায়ন করে আদেশ জারি করা হয়নি।

এদিকে পদোন্নতির খবর শুনে বিপুল সংখ্যক কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে এসে ভীড় জমান। পদোন্নতি প্রাপ্ত অনেককে সহকর্মীদের সঙ্গে কোলাকুলি করতে দেখা যায়। অনেকে যোগাদানপত্র জমা দেন।

বড় ধরনের পদোন্নতির পরও পদোন্নতি বঞ্চনারও অভিযোগ উঠেছে। মেধা তালিকার শীর্ষে থাকা সত্ত্বেও পদোন্নতি বঞ্চিত হয়েছেন বলে বেশ কয়েকজন কর্মকর্তা দাবি করেছেন। তবে তাদের কেউ নাম প্রকাশ করতে চাননি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, প্রশাসনে অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপ-সচিব হিসেবে এমনিতেই নিয়মিত পদের চেয়ে বেশি সংখ্যক কর্মকর্তা রয়েছেন। তার উপর আবার নতুন করে পদোন্নতি দেওয়া হল। এতে প্রশাসনে আরও বিশৃঙ্খলা দেখা দেবে। পদোন্নতি পেয়েছেন ঠিকই কিন্তু অনেককেই কাজ করতে হবে নিচের পদে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ি, পদোন্নতির পর প্রশাসনে যুগ্মসচিবের সংখ্যা হল ৫০৬ জন। অপরদিকে উপসচিবের সংখ্যা হল এক হাজার ৩৫৭ জন।জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে যুগ্মসচিবের নিয়মিত পদের সংখ্যা সাড়ে চারশ’র মতো, অপরদিকে উপসচিবের নিয়মিত পদ সাড়ে আটশ’র মতো।

এর আগে সর্বশেষ গত বছরের ৬ এপ্রিল প্রশাসনে তিন স্তরে বড় ধরণের পদোন্নতি দেওয়া হয়। তখন যুগ্মসচিব থেকে অতিরিক্ত পদে ২৩১ জন, উপসচিব থেকে যুগ্মসচিব পদে ২৯৯ ও সিনিয়র সহকারী সচিব থেকে ৩৪৩ জন উপসচিব পদে পদোন্নতি পেয়েছিলেন।

বাংলা৭১নিউজ/এসএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com