সোমবার, ২৭ মে ২০২৪, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে ২৩৫ মিলিমিটার বৃষ্টি, বিস্তীর্ণ এলাকা প্লাবিত রপ্তানি বাড়াতে অঞ্চলভিত্তিক আম প্যাকেজিং হাউজ তৈরিসহ ৮ দাবি ফের যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে টাইগাররা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হাতিয়ায় জনজীবন বিপর্যস্ত পিপিপি পদ্ধতিতে দুই বস্ত্রকল চালুসহ ৫ প্রস্তাব অনুমোদন বাচ্চু পরিবার ও লা মেরিডিয়ানের মালিকের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সঞ্জীভা গার্ডেনে ভিডিওকলে শিমুল-‘কসাই’ জিহাদ, দেখাল হত্যার স্থান ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে তিতাস-মেঘনা নদীর পানি বাড়ছে মাদক মামলার ভয় দেখিয়ে ছিনতাই: দুই পুলিশ সদস্যের দণ্ড ঘূর্ণিঝড়ে দুই বিদ্যুৎ বিতরণ সংস্থার ক্ষতি ৮৩ কোটি টাকা কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন পুলিশের ১৮০ সদস্য ঘূর্ণিঝড় রেমাল বিদ্যুৎহীন উপকূলের ১ কোটি ৫৫ লাখ পরিবার ‘সভ্য সমাজে এত নিষ্ঠুর হত্যাকাণ্ড হতে পারে না’ ঘূর্ণিঝড় রিমাল ১০ জনের মৃত্যু, দেড় লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ডিম মজুতের খবর পাওয়া যাচ্ছে, তদারকি করা হবে: কৃষিমন্ত্রী টানা বৃষ্টিতে পানি নিচে নিউমার্কেট এলাকা পানির নিচে ঢাকা পান্থপথে ভেঙে পড়েছে গাছ দিনাজপুরে শ্যালিকা হত্যায় দুলাভাইয়ের মৃত্যুদণ্ড খুলনায় উপড়ে পড়েছে শত শত গাছ, ভেঙেছে সাইনবোর্ড-বিলবোর্ড

ভারতের ১১২ রানের জবাবে বাংলাদেশ ৫ ওভার শেষে ২৪/০

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ১০ জুন, ২০১৮
  • ১১৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: নারী এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভাল মাঠে টস হেরে ভারত প্রথমে ব্যাট করতে নামে। হারমানপ্রিত কাউরের অনবদ্য ৫৬ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ১১২ রান সংগ্রহ করেছে ভারত। ১১৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি।

সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ২৪/০ (৫ ওভার শেষে)।

ভারত : ১১২/৯ (২০ ওভারে)
উইকেট পতন : ১২/১, ২৬/২, ২৮/৩, ৩২/৪, ৬২/৫, ৭২/৬, ৭৪/৭, ১০৭/৮ ও ১১২/৯।

১১২ রানে থামল ভারত : ইনিংসের শুরুতে নিদারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ার পরও অধিনায়ক হারমানপ্রিত কাউরের অনবদ্য ৫৬ রানের ইনিংসে ভর করে ১১২ রান সংগ্রহ করেছে ভারত। প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠেই শিরোপা জিততে ১১৩ রান করতে হবে বাংলাদেশকে।

৭৪ রানে সপ্তম উইকেট হারাল ভারত : দলীয় ৭৪ রানের মাথায় সপ্তম উইকেট হারিয়ে নিদারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত। ১৫তম ওভারের শেষ বলে শিখা পান্ডেকে শামীমা সুলতানার হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান রুমানা আহমেদ। এই ওভারে রুমানা দুটি উইকেট নেন।

ষষ্ঠ উইকেট পতন :  দলীয় ৭২ রানের মাথায় ষষ্ঠ উইকেট হারায় ভারত। এ সময় রুমানা আহমেদের বলে এগিয়ে এসে মারতে গিয়ে মিস করেন ববিতা। বল চলে যায় বাংলাদেশের উইকেটরক্ষক শামীমা সুলতানার কাছে। তিনি স্ট্যাম্প ভেঙে দেন।

পঞ্চম উইকেটের পতন : দলীয় ৬২ রানের মাথায় পঞ্চম উইকেট হারায় ভারত। এ সময় ভারতের কৃষ্ণমূর্তি বোল্ড হয়ে যান সালমা খাতুনের বলে।

চাপে ভারত : টস হেরে ব্যাট করতে নেমে ১০ রানে প্রথম, ২৬ রানে দ্বিতীয়, ২৮ রানের তৃতীয় ও ৩২ রানে চতুর্থ উইকেট হারিয়ে চাপে পড়েছে ভারত।

গ্রুপপর্বে পাকিস্তান, ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নারী এশিয়া কাপের ফাইনালে এসেছে বাংলাদেশ। গ্রুপপর্বে বাংলাদেশের নারী ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো ভারতকে হারানোর কৃতিত্ব দেখায় টাইগ্রেসরা। আবারো সেই ভারতকেই পেয়েছে ফাইনালে। আরো একবার শক্তিশালী ভারতকে হারিয়ে দিতে পারলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে সালমা-রুমানারা।

এই ম্যাচের আগে ৯টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে ভারত-বাংলাদেশ। তার মধ্যে ভারত জিতেছে ৮টিতে। আর বাংলাদেশ ১টিতে। আজ কী বাংলাদেশ পারবে জয়ের সংখ্যাটাকে বাড়াতে? ভারত যে মহিলা এশিয়া কাপের আগের পাঁচ আসরের চ্যাম্পিয়ন।

বাংলা৭১নিউজ/বিকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com