মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন

আতিকুল, শহীদুল, জিয়াউলসহ ১৩ আসামি ট্রাইব্যুনালে

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যা, গণহত্যা এবং ২০১৩ সালে হেফাজতে ইসলামের শাপলা চত্বর কেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলায় আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৩ জন আসামির শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র মো. আতিকুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ গুরুত্বপূর্ণ পর্যায়ের সাবেক প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিরা।

এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তাও রয়েছেন আসামিদের তালিকায়। তারা হলেন—পুলিশের সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক সহকারী কমিশনার জাবেদ ইকবাল, উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মো. মুজিবুর রহমান ও কনস্টেবল হোসেন আলী।

আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতারাও রয়েছেন অভিযুক্তদের মধ্যে। তাদের মধ্যে আছেন—উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মো. শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মো. বশির উদ্দিন এবং ঢাকা মহানগর উত্তর যুবলীগের ১ নম্বর ওয়ার্ড সভাপতি দেলোয়ার হোসেন।

আদালত সূত্রে জানা গেছে, এদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আজকের শুনানিতে প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে চার্জ গঠনের আবেদন করতে পারে বলেও জানা গেছে।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com