মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যত প্রভাবশালীই হোক চাঁদাবাজদের ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা সন্ত্রাসী ও সন্ত্রাসবাদে অন্তর্বর্তী সরকারের নীতি ‘জিরো টলারেন্স’ তিন ক্যাটাগরিতে ১৭৫৭ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ মাইলস্টোনের ঘটনায় আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের চেষ্টা চলছে নির্বাচন উপলক্ষে দেড় লাখ পুলিশকে ট্রেনিং দেওয়া হবে: প্রেস সচিব ঝুঁকি নিয়ে আহতদের সেবা দেওয়া চিকিৎসকরা ‘জুলাইয়ের নায়ক’: প্রধান উপদেষ্টা জুলাই সনদের খসড়া তৈরি, ১২ বিষয়ে ঐকমত্য বাংলাদেশকে আবার গড়ে তোলার চেষ্টা করছেন তারেক রহমান : ফখরুল ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের বিদেশি মেডিকেল টিমের প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা প্রকাশ

মেধাবী শিক্ষার্থীদের জন্য সুখবর, উপবৃত্তি নিয়ে নতুন বার্তা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ৪ মে, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের তথ্য অনলাইনে দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। সময় বাড়িয়ে আগামী ১৫ মে পর্যন্ত করা হয়েছে।

আজ রবিবার ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন স্কিম পরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ আসাদুল হক।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষ বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি এবং উপজেলায় পাঠানোর শেষ তারিখ আগামী ১৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। শেষ দিন (১৫ মে) রাত ১২টায় স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যারের এই অপশন বন্ধ হয়ে যাবে।

এর ফলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ ও আলিম প্রথম বর্ষ এবং ২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ, নবম (বিশেষ ক্ষেত্রে) ও সমমান শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য এইচএসপি-এমআইএস সফটওয়্যারে ১৫ মে পর্যন্ত এন্ট্রি ও পাঠানো যাবে। পূর্বে এই সময়সীমা শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক ৩০ এপ্রিল এবং উপজেলা পর্যায়ে ৭ মে পর্যন্ত নির্ধারিত ছিল।

এ ছাড়া উপজেলা অথবা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাঠানো তথ্য যাচাই-বাছাই করে চূড়ান্ত অনুমোদনের জন্য এইচএসপি অথবা পিএমইএটিতে পাঠানোর সময়সীমাও ২০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। 

এসব বিষয়ে কোনো জটিলতা তৈরি হলে সাহায্যের জন্য অফিস চলাকালীন সময়ে (সকাল ৯টা থেকে বিকাল ৫টা) ০১৩১৬৬৫৮২৩০ ও ০১৩১৬৬৫৮৫২৯ নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করার জন্যও বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com