রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন

সেসিপ মুক্ত হলো মাউশির ৬ অঞ্চল, নতুন রাজস্ব পরিচালক নিয়োগ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ৩ মে, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আঞ্চলিক কার্যালয়গুলোতে প্রথমবারের মতো রাজস্ব খাতের কর্মকর্তাদের পরিচালক পদে পদায়ন করা হয়েছে। এর মধ্য দিয়ে মাউশির এই আঞ্চলিক পরিচালক পদগুলো সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইমপ্রুভমেন্ট প্রজেক্টের (সেসিপ) আওতামুক্ত হয়েছে। 

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ প্রজ্ঞাপন জারি করে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ছয়জন অধ্যাপককে ৬টি অঞ্চলের পরিচালক হিসেবে পদায়ন করেছে। 

প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা অঞ্চলে অধ্যাপক (অর্থনীতি) ফকীর মোহাম্মদ নূরুজ্জামান, বরিশাল অঞ্চলে অধ্যাপক (গণিত) মো. ওমর ফারুক, রংপুর অঞ্চলে অধ্যাপক (ইতিহাস) মো. আমির আলী, চট্টগ্রাম অঞ্চলে অধ্যাপক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) মো. ফজলুল কাদের চৌধুরী, চট্টগ্রাম অঞ্চলে অধ্যাপক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) মোহা. আছাদুজ্জামান এবং রাজশাহী অঞ্চলে অধ্যাপক (বাংলা) ড. মো. আনিস-আর-রেজা পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন।

মূলত, এতদিন পর্যন্ত মাউশির এই আঞ্চলিক পরিচালক পদগুলো সেসিপের অধীনে পরিচালিত হতো। প্রথমবারের মতো রাজস্ব খাতের অধ্যাপকদের এই গুরুত্বপূর্ণ পদে পদায়নের ফলে আঞ্চলিক কার্যালয়গুলোতে প্রশাসনিক কার্যক্রমে দীর্ঘদিনের একটি জটিলতা নিরসনের আশা করা যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এতদিন সেসিপের অধীনে পদায়িত পরিচালকদের বেতন-ভাতা উত্তোলন এবং প্রশাসনিক কর্মকর্তাদের পদায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জটিলতা সৃষ্টি হতো। এখন রাজস্ব খাতের কর্মকর্তারা পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ায় এসব সমস্যা দূর হবে এবং প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে বলে মনে করা হচ্ছে। 

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com