সোমবার, ২৭ মে ২০২৪, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে ২৩৫ মিলিমিটার বৃষ্টি, বিস্তীর্ণ এলাকা প্লাবিত রপ্তানি বাড়াতে অঞ্চলভিত্তিক আম প্যাকেজিং হাউজ তৈরিসহ ৮ দাবি ফের যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে টাইগাররা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হাতিয়ায় জনজীবন বিপর্যস্ত পিপিপি পদ্ধতিতে দুই বস্ত্রকল চালুসহ ৫ প্রস্তাব অনুমোদন বাচ্চু পরিবার ও লা মেরিডিয়ানের মালিকের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সঞ্জীভা গার্ডেনে ভিডিওকলে শিমুল-‘কসাই’ জিহাদ, দেখাল হত্যার স্থান ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে তিতাস-মেঘনা নদীর পানি বাড়ছে মাদক মামলার ভয় দেখিয়ে ছিনতাই: দুই পুলিশ সদস্যের দণ্ড ঘূর্ণিঝড়ে দুই বিদ্যুৎ বিতরণ সংস্থার ক্ষতি ৮৩ কোটি টাকা কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন পুলিশের ১৮০ সদস্য ঘূর্ণিঝড় রেমাল বিদ্যুৎহীন উপকূলের ১ কোটি ৫৫ লাখ পরিবার ‘সভ্য সমাজে এত নিষ্ঠুর হত্যাকাণ্ড হতে পারে না’ ঘূর্ণিঝড় রিমাল ১০ জনের মৃত্যু, দেড় লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ডিম মজুতের খবর পাওয়া যাচ্ছে, তদারকি করা হবে: কৃষিমন্ত্রী টানা বৃষ্টিতে পানি নিচে নিউমার্কেট এলাকা পানির নিচে ঢাকা পান্থপথে ভেঙে পড়েছে গাছ দিনাজপুরে শ্যালিকা হত্যায় দুলাভাইয়ের মৃত্যুদণ্ড খুলনায় উপড়ে পড়েছে শত শত গাছ, ভেঙেছে সাইনবোর্ড-বিলবোর্ড

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নায়িকাকে ধর্ষণ, নায়ক গ্রেফতার

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৭৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ ডেস্ক: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নায়িকাকে ধর্ষণের অভিযোগে ভোজপুরী সিনেমার জনপ্রিয় নায়ক মনোজ পাণ্ডেকে গ্রেফতার করেছে পুলিশ।

মনোজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন তারই এক সহকর্মী।

ওই নায়িকার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেছেন মনোজ।

পুলিশ জানিয়েছে, গত পাঁচ বছর ধরে মনোজের সঙ্গে লিভ-ইন সম্পর্কে রয়েছেন ২৭ বছর বয়সী ওই নায়িকা। দিন কয়েক আগে উত্তর মুম্বাইয়ের শহরতলি এলাকার চারকোপ থানায় মনোজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি।

পুলিশের এক শীর্ষ কর্তা শুক্রবার জানিয়েছেন, মনোজকে বৃহস্পতিবার রাতে ঠাণের কাছে কল্যাণ থেকে গ্রেফতার করা হয়েছে। সে সময় কল্যাণে একটি ফিল্মের শুটিং করছিলেন তিনি।

পুলিশের কাছে ওই নায়িকা জানিয়েছেন, ২০১২ সালে একটি ফিল্মি পার্টিতে মনোজের সঙ্গে দেখা হয় তার। সে সময় নিজেকে বিখ্যাত ভোজপুরী ফিল্ম ডিরেক্টর রাজকুমার পাণ্ডের ভাই হিসেবে নিজের পরিচয় দেন মনোজ। এমনকী, তার বিপরীতে একটি ফিল্মে নায়িকার রোল পাইয়ে দেয়ারও প্রতিশ্রুতি দেন তিনি। সে বছর থেকেই মনোজের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তার। এর পর থেকেই শহরতলির কান্দিবলী এলাকায় একটি ভাড়াবাড়িতে থাকতে শুরু করেন তারা।

পুলিশ জানিয়েছে, ওই বাড়ির ভাড়া মেটাতেন নায়িকা নিজেই।

ওই নায়িকার দাবি, লিভ-ইন করার সময়ই ২০১৫ সালে একবার অন্তঃসত্ত্বা হন তিনি।

অভিযোগ, মনোজের চাপে পড়ে গর্ভপাত করাতে বাধ্য হন নায়িকা।

ওই নায়িকা আরও দাবি করেন, দিন কয়েক আগে তার কাছে এক নারীর ফোন আসে। ফোনে সেই নারী নিজেকে এক বিজেপি নেতার মেয়ে বলে পরিচয় দেন। ওই নারী নাকি এ-ও জানান, মনোজকে তিনি বিয়ে করতে চলেছেন। সে জন্য মনোজের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতেও বলেন ওই নায়িকাকে।

ঘটনার তদন্তে নেমে এ সব অভিযোগই খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ২৭ বছরের মনোজের বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

ভোজপুরী ফিল্মের পরিচিত মুখ মনোজ অভিনয়ের পাশাপাশি গানেরও অ্যালবাম করেছেন। ‘লহরিয়া লুট আয়ে রাজাজি’, ‘সৌগন্ধ গঙ্গা মাইয়া কে’, ‘বলিয়া কে দবাংগই’, ‘লাল চুনারিয়াওয়ালি’— একের পর এক হিট ফিল্মেও দেখা গিয়েছে মনোজকে।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com