মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন

২১ কর্মকর্তাকে বরখাস্ত করল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাদের ২১ জন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।

বুধবার (৩০ এপ্রিল) বিএসইসির অফিসিয়াল আদেশ এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় একটি জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা আজ অফিসে গিয়ে এই খবর জানতে পারেন এবং তাদের হাতে চিঠি তুলে দেওয়া হয়। 

এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে গত ৫ মার্চ বিএসইসিতে ঘটানো এক বিশৃঙ্খলার ঘটনার কারণে। সেদিন, বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এরপর কর্মকর্তা-কর্মচারীরা ক্ষোভে ফেটে পড়েন এবং চারটি দাবিতে চেয়ারম্যান ও তিনজন কমিশনারকে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করেন।

পরদিন ৬ মার্চ, কর্মকর্তারা কর্মবিরতি পালন করেন এবং কমিশনের চেয়ারম্যানসহ সবার পদত্যাগ দাবি করেন। এই ঘটনার পর একটি মামলা করা হয় শেরেবাংলা নগর থানায়। যেখানে ১৬ জন কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়। এই মামলায় ১৪ জন আজ বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- নির্বাহী পরিচালক রেজাউল করিম, পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা, অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম, এবং আরও অনেক কর্মকর্তা। সব মিলিয়ে বিভিন্ন পর্যায়ের ২১ জন কর্মকর্তা বরখাস্ত হয়েছেন। পাশাপাশি দুই কর্মচারীর কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com