বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

৭২ ঘণ্টায় ছয় দেশে হামলা চালিয়েছে ইসরায়েল

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

৭২ ঘণ্টায় ছয়টি দেশের ভেতরে সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল। আল-জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে বুধবার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, কাতার ও ইয়েমেনের ভেতরে এসব হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। প্রাণ হারিয়েছেন অন্তত ২০০ মানুষ।

মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় এক আলোচনার সময় হামাসের একটি অফিস লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। ওই সময় গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছিল। এই হামলায় নিহত হন অন্তত ৬ জন, যাদের মধ্যে ছিলেন হামাসের শীর্ষ নেতা খলিল আল-হাইয়ার ছেলে হুমাম আল-হাইয়া, তার তিন দেহরক্ষী এবং এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা। হামাসের শীর্ষ নেতৃত্ব এ ঘটনায় অক্ষত রয়েছেন বলে জানা গেছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, দোহায় হামলা চালানোর মধ্য দিয়ে মাত্র ৭২ ঘণ্টায় ষষ্ঠ দেশে অভিযান চালালো ইসরায়েল। আর ২০২৫ সালের শুরু থেকে সপ্তম দেশ হিসেবে আক্রমণের শিকার হলো কাতার। গত সোমবার ছিল গাজা আগ্রাসনের ৭০২তম দিন। ওইদিন গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৭ জন নিহত এবং ৩২০ জন আহত হন। নিহতদের মধ্যে ১৪ জন ছিলেন ত্রাণ সংগ্রহে আসা বেসামরিক মানুষ। পরদিন মঙ্গলবার আরও ৮৩ জন নিহত এবং ২২৩ জন আহত হন।

সোমবার দুপুরে ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননের বেকা ও হারমেল জেলায় হামলা চালায়। এতে পাঁচজন নিহত হন। ইসরায়েল দাবি করে, হিজবুল্লাহর অস্ত্র গুদাম ও সামরিক স্থাপনায় এই হামলা চালানো হয়েছে। ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি হলেও ইসরায়েল নিয়মিত লেবাননের অভ্যন্তরে হামলা চালিয়ে যাচ্ছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সোমবার রাতভর ইসরায়েলি যুদ্ধবিমান হোমস ও লাতাকিয়ায় একাধিক সামরিক স্থাপনায় হামলা চালায়। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে দেশটির সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে আখ্যায়িত করেছে।

২০২৪ সালের ডিসেম্বর মাসে বাশার আল-আসাদ সরকার পতনের পর থেকেই সিরিয়ায় হামলার পরিমাণ বেড়েছে। সীমান্তবর্তী কিছু এলাকা ইতোমধ্যেই ইসরায়েল দখল করে নিয়েছে বলে সিরিয়ার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

সোমবার রাতে তিউনিসিয়ার সিদি বো সাইদ বন্দরে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রধান জাহাজ ‘ফ্যামিলি বোটে’ একটি সন্দেহভাজন ইসরায়েলি ড্রোন হামলা চালায়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়।

হতাহতের ঘটনা না ঘটলেও গাজামুখী নৌবহরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার ইসরায়েলি বাহিনী ইয়েমেনের রাজধানী সানা ও আল-জাওফ প্রদেশে বিমান হামলা চালায়। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এতে ৩৫ জন নিহত এবং ১৩১ জন আহত হন। নিহতদের মধ্যে একাধিক সাংবাদিকও রয়েছেন।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com