বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘন্টায় নিহত ৭২ ফিলিস্তিনি

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় নতুন করে আরও অন্তত ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে এই প্রাণহানি ঘটেছে। দুই বছর আগে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৬৫৬ জনের বেশি। খবর আল জাজিরা ও আনাদোলুর।

বুধবার গাজাজুড়ে চালানো হামলায় একের পর এক বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়। পশ্চিম গাজার একটি তাঁবুতে গোলাবর্ষণে অন্তত ১৫ জন প্রাণ হারান, যাদের সবাই বাস্তুচ্যুত পরিবারের সদস্য। এছাড়া টিবা–২ আবাসিক ভবনে হামলায় দুজন নিহত হন। উত্তর-পশ্চিম গাজার নাসের স্ট্রিটে ড্রোন হামলায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

গাজার আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালের কাছে প্যালেস্টাইন স্কোয়ারে একটি তাঁবুতে হামলায় এক বেসামরিক নাগরিক নিহত হন এবং অনেকে আহত হন। একইভাবে শেখ রাদওয়ান এলাকায় একত্রিত হওয়া ফিলিস্তিনিদের ওপর গুলিবর্ষণে নিহত হয়েছেন আরও একজন।

মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরের একটি অ্যাপার্টমেন্টে বিমান হামলায় একজন নিহত হন। দেইর আল-বালাহ শহরে তাঁবুতে ড্রোন হামলায় প্রাণ হারায় এক শিশু। দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের জালাল স্ট্রিটে গোলাবর্ষণে নিহত হয়েছেন চারজন, যাদের মধ্যে দুজন শিশু।

ফিলিস্তিনি সংবাদমাধ্যম ওয়াফা জানায়, এসব হামলায় আরও অসংখ্য মানুষ আহত হয়েছেন এবং বিভিন্ন এলাকায় টানা হামলা চালানো হচ্ছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। খাদ্য ও ওষুধের তীব্র সংকটে লাখো মানুষ চরম দুর্ভিক্ষের মুখে রয়েছে।

২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে প্রাণহানি ছাড়িয়েছে ৬৪ হাজার ৬০০ জনের বেশি। আন্তর্জাতিক সম্প্রদায় এ অভিযানে গভীর উদ্বেগ প্রকাশ করলেও সহিংসতা থামেনি।

উল্লেখ্য, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com