বাংলা৭১নিউজ, ঢাকা : বিপিএলে প্রথম পর্বের শেষ দিনে আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স।
মিরপুরে টস জিতে কুমিল্লাকে ব্যাট করার আমন্ত্রণ জানান রংপুর অধিনায়ক নাঈম ইসলাম।
আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান করেছে কুমিল্লা। জয়ের জন্য রংপুরের চাই ১৭১ রান।
কুমিল্লার পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন ওপেনার ইমরুল কায়েস। তার ৩৫ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছক্কার মার। ৩৬ বলে ৩ চার, ২ ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান আসে আরেক ওপেনার খালিত লতিফের ব্যাট থেকে। দুজন উদ্বোধনী জুটিতেই ১০.২ ওভারে তোলেন ৮৮ রান।
তিনে নামা মারলন স্যামুয়েলস ২৪ বলে ২ চার ও এক ছক্কায় করেন ৩০ রান। এ ছাড়া আসহার জাইদি ১১ বলে ১৭, ও রশিদ খান ৪ বলে অপরাজিত ১১ রান করে দলের বড় সংগ্রহে অবদান রাখেন।
রংপুরের হয়ে পেসার রুবেল হোসেন ও স্পিনার আরাফাত সানী নেন ২টি করে উইকেট। শহীদ আফ্রিদির ঝুলিতে জমা পড়ে এক উইকেট।
প্রথম দেখায় কুমিল্লাকে ১৮ বল হাতে রেখে ৯ উইকেটের ব্যবধানে হারিয়েছিল রংপুর। আজ রংপুরকে হারিয়ে প্রতিশোধ নিতে পারবে কুমিল্লা?
শনিবার বরিশালের বিপক্ষে রংপুর জয় পাওয়ায় শেষ চারে খেলার আশা শেষ হয়ে গেছে কুমিল্লার। আজকের ম্যাচটি তাই মাশরাফির কুমিল্লার জন্য আনুষ্ঠানিকতা মাত্র।
তবে শেষ চারে থাকার জন্য রংপুর রাইডার্সের জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। ১১ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। সমান পয়েন্ট নিয়ে নেট রানরেটে পিছিয়ে থেকে রংপুরকে চোখ রাঙাচ্ছে পাঁচে থাকা খুলনা টাইটান্স।
বাংলা৭১নিউজ/এম