মালয়েশিয়ার জোহর রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২২৫ জনকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে ৮৪ জন বাংলাদেশি রয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) জোহরের পাসির গুদাং এলাকার তানজুং ল্যাংসা নামক একটি নির্মাণসাইটে অভিযান চালানো হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) এক বিবৃতিতে এসব তথ্য জানান জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস।
তিনি জানান, জনসাধারণের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে জানা যায়—সাইটটিতে বৈধ কাগজপত্র ছাড়া বিপুল সংখ্যক বিদেশি কাজ করছেন। এরপরই ওই এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে মোট ৬৬৪ জনের কাগজপত্র যাচাই করা হয়। তাদের মধ্য থেকে যাদের বৈধ পারমিট বা পাস নেই, এমন ২২৫ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বয়স ২১ থেকে ৬৩ বছরের মধ্যে। তারা চীন, ইন্দোনেশিয়া, পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের নাগরিক। এছাড়া আটক করা হয়েছে প্রকল্পস্থলের ব্যবস্থাপক ও মানবসম্পদ কর্মকর্তাকেও।
ইমিগ্রেশন পরিচালক আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের একাধিক ধারায় তদন্ত চলছে। তাদের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। এসব ধারায় অবৈধ প্রবেশ, অনুমতির মেয়াদোত্তীর্ণ অবস্থায় অবস্থান এবং পাসের শর্ত লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএস