সিঙ্গাপুরে বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননায় ভূষিত হয়েছেন ব্যবসায়ী আলহাজ সাহিদুজ্জামান টরিক। রোববার (২০ জুলাই) সিঙ্গাপুরের নভোটেল হোটেলের জেড বলরুমে এক তার হাতে এই সম্মাননা তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
অনুষ্ঠানটি আয়োজন করে অগ্রণী এক্সচেঞ্জ হাউজ প্রাইভেট লিমিটেড, যা অগ্রণী ব্যাংক লিমিটেডের একটি আন্তর্জাতিক রেমিট্যান্স প্রতিষ্ঠান।
সাহিদুজ্জামান টরিক বর্তমানে সিঙ্গাপুরভিত্তিক বাংলাদেশ বিজনেস চেম্বার (বিডিচ্যাম)-এর প্রেসিডেন্ট, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে বলেন, বৈধপথে রেমিট্যান্স পাঠানো দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। সরকার এ বিষয়ে নানা সুযোগ-সুবিধা চালু করেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, সিঙ্গাপুরে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ড. নজরুল ইসলাম, টাকরাল গ্রুপের চেয়ারম্যান ঘুরমেট সিং এবং সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, ব্যাংক ও রাষ্ট্রীয় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
আলহাজ সাহিদুজ্জামান টরিকের আগেও পরপর ছয়বার চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ রেমিট্যান্সযোদ্ধা হিসেবে সম্মাননা পেয়েছেন। তার এ অর্জন শুধু চুয়াডাঙ্গা নয়, গোটা দেশের প্রবাসী উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলা৭১নিউজ/এবি