বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন

সাগরে গোসলে নেমে প্রাণ গেলো স্কুলছাত্রের

কক্সবাজার প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

কক্সবাজার সৈকতে গোসলে নেমে রাইয়ান নুর আবু সামিম নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ জুলাই) দুপুরে সৈকতের শৈবাল পয়েন্টে এ ঘটনা ঘটেছে।

সৈকতে নিয়োজিত সি সেইফ লাইফের সিনিয়র কর্মী ওসমান গণি বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রাইয়ান নুর আবু সামিম (১৪) কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে। সে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

ওসমান গণি জানান, স্কুলমাঠে ফুটবল খেলার পর ৭-৮ জন শিক্ষার্থীর একটি দল শৈবাল পয়েন্টে গোসলে নামে। ওখানে লাইফ গার্ডকর্মী দায়িত্ব পালন করেন না। একজন মুর্মূষু হয়ে গেছে এমন খবরে পোনা আহরণকারী ও বিমানবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজীম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com