শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন

বাংলাদেশের সিরিজ জয়ের মিশন আজ

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

শ্রীলঙ্কা সফরে সাদা বলের লড়াইয়ে দ্বিতীয় বারের মতো সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচে জয় পাওয়ার পর সেটি ধরে রাখতে না পারার অভিজ্ঞতা রয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। এরপরে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮৩ রানের দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ, তাতে সিরিজে আসে ১-১ সমতা। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের মিশনে নামবে দুদল। যেখানে বাংলাদেশের সামনে সুযোগ সেই পুরোনো ভুলের পুনরাবৃত্তি না করে জয় দিয়ে সফরের ইতি টানা।

আজকের ম্যাচের আগে এ বছর আরও আটটি ২০ ওভারের ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে সর্বশেষ ম্যাচটি ছিল বাংলাদেশের মাত্র দ্বিতীয় টি-টোয়েন্টি জয়। তবে এই ম্যাচে পাওয়া আত্মবিশ্বাস হতে পারে ভবিষ্যতের পথ দেখানো আলোর দিশা, এমনটাই মনে করছেন টাইগারদের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। গেল ম্যাচে লিটন দাসের ফর্মে ফেরা দলের জন্য বড় স্বস্তির খবর হয়ে এসেছে। আজকের ম্যাচেও বাংলাদেশ চাইবে এমন ফর্ম।

সফরের শেষ ম্যাচটি হবে রানাসিংহ প্রেমদাসা স্টেডিয়ামে, যেখানে রাতের টি-টোয়েন্টি ম্যাচগুলোতে টস জিতে আগে ফিল্ডিং করা দলকে কিছুটা বাড়তি সুবিধা দেয়। গত ১০টি ম্যাচে ৯ বার জিতেছে রান তাড়া করা দল। আর প্রথম ইনিংসে ব্যাট করা দলের গড় সংগ্রহ মাত্র ১২৫ রান। এর মধ্যে আবহাওয়ার পূর্বাভাস বলছে, রাতে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

যেখানে শ্রীলঙ্কার জন্য ম্যাচটি অনেকটা আত্মমর্যাদা ফেরানোর। দ্বিতীয় ম্যাচে তারা অলআউট হয়েছিল মাত্র ৯৪ রানে-দেশের মাটিতে তাদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন সংগ্রহ। ওয়ানডে সিরিজেও দ্বিতীয় ম্যাচ হারার পর তারা ঘুরে দাঁড়িয়েছিল। আজ একই দৃশ্যপট রচনা করতে চাইবে দলটি। এজন্য ওপেনার কুশল মেন্ডিস ও পাথুম নিশানকার ওপরই হয়তো লঙ্কানদের মূল ভরসা থাকবে, যারা প্রথম ম্যাচে জয় এনে দেওয়ার ভিত গড়েছিলেন।

লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কার জন্যও রয়েছে ভারসাম্যপূর্ণ একাদশ নামানোর বড় চ্যালেঞ্জ। দলে বোলিং অপশনের আধিক্য না রেখে ব্যাটিং শক্তিতে জোর দিতে চাইবেন প্রেমাদাসার উইকেটে। স্পিন বিভাগে ওয়ানিন্দু হাসারাঙ্গার অনুপস্থিতি বেশ চোখে পড়ছে। তার জায়গায় সুযোগ পাওয়া জেফ্রি ভ্যান্ডারসে এখনো নিজেকে প্রমাণ করতে পারেননি।

বাংলাদেশের স্পিন আক্রমণ ইতিমধ্যে নিজেদের প্রভাব ফেলেছে। রিশাদ হোসেন শেষ ম্যাচে তিনটি উইকেট তুলে নেন, যা ছিল টি-টোয়েন্টিতে সাত মাস পর তার সেরা পারফরম্যান্স। সব মিলিয়ে সফরের শেষ ম্যাচটি হয়ে উঠেছে এক উত্তেজনাকর পরিসমাপ্তির অপেক্ষায় থাকা দ্বৈরথ। এই ম্যাচই ঠিক করে দেবে কে হাসবে শেষ হাসি- বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com