বাংলা৭১নিউজ, ডেস্ক: ভারতে অতীত ও ভবিষ্যত সব ধরনের হুমকির কঠোর জবাব দিতে পাক সেনা প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ।
সোমবার বিকেলে রাওয়ালপিন্ডিতে কোর কমান্ডারদের সম্মেলনে তিনি এ কথা বলেন।
কাশ্মীরে রবিবার ভোরে সন্ত্রাসী হামলার পর ভারতের বিভিন্ন মহল থেকে উত্তেজনাকর মন্তব্য আসার প্রেক্ষাপটে তিনি এ কথা বলেন। এ খবর দিয়েছে রেডিও পাকিস্তান।
পাকিস্তান সেনাবাহিনীর অপারেশনাল প্রস্তুতি নিয়ে পূর্ণ সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী প্রত্যক্ষ বা পরোক্ষ যেকোনো ধরনের ঘটনা মোকাবিলায় প্রস্তুত।
জেনারেল রাহিল বলেন, চলমান আঞ্চলিক পরিস্থিতি এবং পাকিস্তানের জাতীয় নিরাপত্তার ওপর এর প্রভাবের ব্যাপারে আমরা পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছি।
কাশ্মীরে ভারতীয় সেনা সদরে হামলার ঘটনায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা চালাচ্ছে বলে দাবি করে তিনি বলেন, প্রমাণ ছাড়া ভারতের অব্যাহত প্রোপাগাণ্ডার জবাব দিতে প্রস্তুত হচ্ছে পাকিস্তান।
তিনি আশা প্রকাশ করেন, পাকিস্তানের আম জনতা সেনাদের সঙ্গে মিশে সবরকম প্রোপাগাণ্ডা রুখে দেবে।
রাহেল শরিফ বলেন, উরিতে সংঘটিত হামলায় পাকিস্তানের হাত নেই। ভারত তবুও যদি পাকিস্তানকে দায়ী করে তবে এর জবাব দিতে প্রস্তুত রয়েছি আমরা।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, সম্মেলনে অভ্যন্তরীণ এবং বৈদেশিক ঘটনাবলী এবং নিরাপত্তা প্রস্তুতি আলোচনা করা হয়।
বাংলা৭১নিউজ/আরএ