বাংলা৭১নিউজ, ডেস্ক: ইয়েমেনে যুদ্ধের ময়দানে থাকা সৌদি সেনারা বাদশাহ সালমানের কাছ থেকে এক মাসের অতিরিক্ত বেতন পাবেন।
ইয়েমেনে বিদ্রোহী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যকার শান্তি আলোচনা স্থগিত হওয়ার পর ১৭ মাসব্যাপী চলা যুদ্ধ তীব্রতর হয়েছে। এ প্রেক্ষাপটে সৌদি বাদশাহের তরফ থেকে এই বিবৃতি এল।
রবিবার রাতে সৌদি প্রেস এজেন্সি জানায়, বাদশাহ সালমান ‘ইয়েমেন অপারেশনের সম্মুখভাগের সক্রিয় যোদ্ধাদের অতিরিক্ত এক মাসের বেতন-বোনাস দেওয়ার আদেশ দিয়েছেন।’ এই আদেশে সৌদি আরবের স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ন্যাশনাল গার্ডকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
তবে এই বোনাস দিতে মোট কত অর্থ খরচ হবে, তা জানানো হয়নি।
প্রসঙ্গত, সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হামলা চালানোর প্রেক্ষিতে হুথি বিদ্রোহীদের সাথে সৃষ্ট সংঘর্ষে এ পর্যন্ত শতাধিক সৌদি সেনাসদস্য নিহত হয়েছেন।
সূত্র: এপি
বাংলা৭১নিউজ/সিএইস