বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ায় সড়কে প্রাণ গেলো বাংলাদেশির আজই কারামুক্ত হবেন ডেসটিনির রফিকুল আমীন-হোসেন, আশা আইনজীবীর ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করলেন ইরানের প্রেসিডেন্ট সাড়ে ৫ কোটি লিটার ভোজ্যতেল কিনছে সরকার টিউলিপ ও পুতুলের বিরুদ্ধে আরও দুর্নীতির অনুসন্ধান নির্বাচনের আগে ট্রায়াল কোর্টে বিচারের আশা আসিফ নজরুলের ছাত্রীদের আবাসনের জন্য মাসে ৩ হাজার টাকা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় পাঠ্যপুস্তক বোর্ডের সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে কমিশন গঠন ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার প্রতিবেদন নিয়ে আলোচনা গাজীপুরে দিনব্যাপী ‘মার্সেল ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫’ মারা গেছেন সাবেক আইজিপি আজিজুল ৩ কোটি টাকা মূল্যের শো-রুমের গাড়ি নিয়ে লাপাত্তা : গ্রেপ্তার ৫ দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করল ইরান প্রাথমিকে শিক্ষক বদলি শুরু, চলবে মার্চ পর্যন্ত ক্যান্সার আক্রান্ত গৃহবধূকে গলাকেটে হত্যা ইসি গঠনে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়ার বিধান বাতিলের প্রস্তাব ফেনীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু তাবলিগ জামাতের সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা বান্দরবানে ৭ শ্রমিককে অপহরণ

অপারেশন স্টর্ম ২৬: মামলা দায়ের, তামিম চৌধুরীসহ ৯ জঙ্গিকে খুঁজছে পুলিশ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ৩০ জুলাই, ২০১৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: অপারেশন স্টর্ম ২৬ কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অভিযানে ৯ জঙ্গি নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলাটি মিরপুর থানা পুলিশের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কাউন্টার টেররিজম ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।

একই সঙ্গে এই মামলার এজাহারভুক্ত শীর্ষ জঙ্গি নেতা বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক তামিম চৌধুরীসহ ৯ জঙ্গিকে খুঁজছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, মামলাটি আনুষ্ঠানিকভাবে কাউন্টার টেররিজমের কাছে হস্তান্তর করা হয়েছে।

কাউন্টার টেরোরিজমের কর্মকর্তারা জানান, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির একটি ভগ্নাংশ সাম্প্রতিক জঙ্গি হামলাগুলোর সঙ্গে জড়িত বলে তারা প্রমাণ পেয়েছেন। এই ভগ্নাংশটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের অনুসারী।

বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক তামিম আহম্মেদ চৌধুরী এই অংশটির শীর্ষ নেতাদের একজন। সে আগে কানাডায় থাকতো। বছর দুয়েক আগে সে দেশে আসে। এরপর সে ইসলামিক স্টেট বা আইএসের হয়ে জঙ্গি কার্যক্রম শুরু করে। মাদ্রাসা ছাত্র থেকে শুরু করে উচ্চ শিক্ষিত ও উচ্চবিত্ত পরিবারের তরুণদের টার্গেট করে তাদের মোটিভেট করে দলে ভেরাত। এমনকি দেশীয় জঙ্গিদের আন্তর্জাতিক যোগাযোগের মধ্যস্থাকারী হিসেবেও সে কাজ করেছে।

তামিম চৌধুরী কাউন্টার টেরোরিজমের কর্মকর্তারা জানান, কল্যাণপুরের জঙ্গি আস্তানা থেকে রাকিবুল হাসান ওরফে রিগ্যান নামে জীবিত অবস্থায় যে জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, তামিম চৌধুরীসহ আরও ৭ জন তাদের বাসায় নিয়মিত যাতায়াত করতো।

তারাই তাদের অর্থ ও অস্ত্রের যোগান দিয়ে জঙ্গি কার্যক্রমে উদ্বুদ্ধ করে। এছাড়া ইকবাল নামে অন্য এক পলাতক জঙ্গি তাদের সঙ্গেই ওই আস্তানায় অবস্থান করতো। পুলিশ তামিম চৌধুরী ছাড়াও ইকবাল, রিপন, খালিদ, মামুন, মানিক, জোনায়েদ খান, বাদল ও আজাদুল ওরফে কবিরাজকে ধরতে অভিযান চালাচ্ছে। ইকবাল বাদে অন্য সদস্যরা জেএমবির এই ভগ্নাংশের মধ্যম ও উচ্চ সারির নেতা বলে তথ্য পেয়েছেন তারা।

তাদের কাছে তথ্য রয়েছে রাজধানীর ভেতরেই জঙ্গিদের আরও একাধিক আস্তানা রয়েছে। পলাতক জঙ্গিরা এসব আস্তানায় আত্মগোপন করে থাকতে পারে।

এ কারণে প্রত্যেক রাতেই রাজধানীর বিভিন্ন এলাকার মেস বাসাগুলোতে অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে রাজাবাজার এলাকার মেসগুলোতে তল্লাশি করা হয়। এর আগে কল্যাণুপুরের ঘটনার পর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকার মেসগুলোতেও অভিযান চালায় পুলিশ।

গত মঙ্গলবার দিবাগত রাতে কল্যাণপুরের ৫ নম্বর সড়কের তাজ মঞ্জিলে অভিযান চালিয়ে একটি জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। জঙ্গিরা পুলিশকে প্রতিরোধ করলে রাত শেষে ভোর ৫টা ৫১ মিনিটে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াতের নেতৃত্বে এক ঘণ্টার অভিযান চালানো হয়।

এতে আস্তানায় ৯ জঙ্গি নিহত হয়। এছাড়া পালিয়ে যাওয়ার সময় রাকিবুল হাসান ওরফে রিগ্যান নামে একজনকে আহত অবস্থায় গ্রেফতার করে পুলিশ। অন্য একজন পালিয়ে যায়। নিহত ৯ জঙ্গির মধ্যে ৮ জনের পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ।

তারা হলো- দিনাজপুরের আব্দুল্লাহ ওরফে মোতালেব, টাঙ্গাইলের আবু হাকিম ওরফে নাইম, ঢাকা ধানমন্ডির তাজ-উল-রাশিক, গুলশানের আকিফুজ্জামান, সাতক্ষীরা মতিয়ার রহমান, নোয়াখালীর জোবায়ের হোসেন, ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার সাজাদ রউফ ওরফে অর্ক ও রংপুরের রায়হান কবির ওরফে তারেক।

নিহত অন্য একজনের পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ ঘটনায় মিরপুর থানার পরিদর্শক শাহজালাল আলম বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে দশ জনের নাম উল্লেখ করে এই মামলা দায়ের করেন।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com