সোমবার, ২৭ মে ২০২৪, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফের যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে টাইগাররা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হাতিয়ায় জনজীবন বিপর্যস্ত পিপিপি পদ্ধতিতে দুই বস্ত্রকল চালুসহ ৫ প্রস্তাব অনুমোদন বাচ্চু পরিবার ও লা মেরিডিয়ানের মালিকের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সঞ্জীভা গার্ডেনে ভিডিওকলে শিমুল-‘কসাই’ জিহাদ, দেখাল হত্যার স্থান ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে তিতাস-মেঘনা নদীর পানি বাড়ছে মাদক মামলার ভয় দেখিয়ে ছিনতাই: দুই পুলিশ সদস্যের দণ্ড ঘূর্ণিঝড়ে দুই বিদ্যুৎ বিতরণ সংস্থার ক্ষতি ৮৩ কোটি টাকা কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন পুলিশের ১৮০ সদস্য ঘূর্ণিঝড় রেমাল বিদ্যুৎহীন উপকূলের ১ কোটি ৫৫ লাখ পরিবার ‘সভ্য সমাজে এত নিষ্ঠুর হত্যাকাণ্ড হতে পারে না’ ঘূর্ণিঝড় রিমাল ১০ জনের মৃত্যু, দেড় লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ডিম মজুতের খবর পাওয়া যাচ্ছে, তদারকি করা হবে: কৃষিমন্ত্রী টানা বৃষ্টিতে পানি নিচে নিউমার্কেট এলাকা পানির নিচে ঢাকা পান্থপথে ভেঙে পড়েছে গাছ দিনাজপুরে শ্যালিকা হত্যায় দুলাভাইয়ের মৃত্যুদণ্ড খুলনায় উপড়ে পড়েছে শত শত গাছ, ভেঙেছে সাইনবোর্ড-বিলবোর্ড সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনে বাধা নেই ডিপজলের অনলাইনে যৌন নির্যাতনের শিকার ৩০ কোটি শিশু: গবেষণা

যুদ্ধের বিরুদ্ধে শান্তির বার্তা শিক্ষার্থীদের

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
  • আপলোড সময় বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৪৫ বার পড়া হয়েছে

‘যুদ্ধ নয়, শান্তি চাই’ এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে যুদ্ধ ও সহিংসতার বিরুদ্ধে প্রচারণা চালিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। বুধবার দিনভর ক্যাম্পাসের বটতলায় যুদ্ধ বিরোধী চিত্র ও প্ল্যাকার্ড প্রদর্শন, গণস্বাক্ষর ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করেন তাঁরা।

আয়োজকরা জানান, যুদ্ধের নৃশংসতা সম্পর্কে সবাইকে সচেতন করতে ও শিক্ষার্থীদের মাঝে যুদ্ধবিরোধী ও শান্তি বার্তা পৌঁছে দিতেই এই আয়োজন।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ক্যাম্পাসের বটতলায় যুদ্ধ বিরোধী নানা স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও নিজেদের আঁকা চিত্রকর্ম প্রদর্শন করেন।

এ ছাড়া প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার ছবিসহ বিভিন্ন যুদ্ধের তথ্যচিত্র উপস্থাপন করেন। সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ নিয়ে পৃথক একটি কর্নার করে সেখানে দুই দেশের মধ্যকার সম্পর্কের ধারাবাহিকতা, যুদ্ধের সূত্রপাত ও বর্তমান অবস্থা তুলে ধরেন।

kalerkantho

একইসঙ্গে সাদা কাপড়ের মন্তব্য বোর্ডে যুদ্ধ বিরোধী ও শান্তির প্রত্যাশা নিয়ে নানা মন্তব্য করেন শিক্ষার্থীরা। পাশাপাশি গণস্বাক্ষর ও গাছের সাথে কাগজে বানানো শান্তির প্রতীক পায়রা ঝুলিয়ে তাতে শান্তির প্রত্যাশামূলক নানা বাণী লিখেন শিক্ষার্থীরা।

kalerkantho

চিত্র প্রদর্শনী ছাড়াও দিনভর সাংস্কৃতি কার্যক্রমের মাধ্যমে যুদ্ধবিরোধী প্রচারণা চালিয়েছেন বিভাগটির শিক্ষার্থীরা। বটতলায় ‘শান্তি মঞ্চ’ নামক মঞ্চ বানিয়ে সেখানে উন্মুক্ত যুদ্ধবিরোধী গান, আবৃত্তি, বক্তৃতা ও অভিনয় পরিবেশন করেন তাঁরা। বিভাগের শিক্ষক সাজ্জাদ হোসেন জাহিদ ও এস এম শোয়েবের নির্দেশনায় বিভিন্ন বর্ষের অর্ধশত শিক্ষার্থী এ আয়োজন করেন।

বিভাগের সহকারী অধ্যাপক এস এম শোয়েব বলেন, শিক্ষার্থীদের মাঝে যুদ্ধবিরোধী মনোভাব গড়ে তোলা এবং তাদের মাঝে শান্তি ও ভালোবাসার বাণী ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন। বিশ্বে যুদ্ধের পরিবর্তে শান্তি বিরাজ করুক এটাই আমাদের প্রত্যাশা।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com