শনিবার, ০৪ মে ২০২৪, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হাসপাতালের ভবনের ফাঁক দিয়ে পড়ে রোগীর মৃত্যু রোববার থেকে আপিল বিভাগের দুটি বেঞ্চে চলবে বিচারকাজ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিএসসি মর্যাদার দাবিতে মাসব্যাপী কর্মসূচি রেলের ভাড়া বাড়ানো অযৌক্তিক: জি এম কাদের যানবাহনে স্টিকার দেখলেই আটকাচ্ছে পুলিশ উদ্যোক্তারাই দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রগতির কাণ্ডারি মৎস্যসম্পদ রক্ষা করে বৈদেশিক মুদ্রা অর্জনের চেষ্টা করতে হবে ফ্ল্যাটের ভুয়া দলিল দেখিয়ে শত কোটি টাকা ব্যাংক ঋণ নেয় চক্রটি চার জেলার সড়কে ঝরলো ১০ প্রাণ মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডিবিতে ডাকা হয়েছে : হারুন সরকার পরিচালনাকারী সবাই ফেরেশতা নয় : তথ্য প্রতিমন্ত্রী ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা করার প্রস্তাব পেঁয়াজ রপ্তানি থেকে নিষেধাজ্ঞা তুলল ভারত তীব্র দাবদাহ বিপুল নকল ওরস্যালাইন জব্দ, গ্রেফতার ৩ জন ‘মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে ভূমিকা রাখবে’ বনানীতে ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক আজই শিরোপা উৎসবে মেতে উঠতে পারে রিয়াল মাদারীপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত ষড়যন্ত্র নয়, সবাই আন্দোলনের জন্য একাত্ম হচ্ছে : মঈন বাইডেনের মন্তব্য দুর্ভাগ্যজনক: জাপান

নকআউটে প্রতিপক্ষের অপেক্ষায় ব্রাজিল-পর্তুগাল

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১৮ বার পড়া হয়েছে

মরুর বুকে প্রথম বিশ্বকাপে ‘জি’ ও ‘এইচ’ গ্রুপের খেলার মধ্য দিয়ে শেষ হচ্ছে গ্রুপ পর্বের খেলা।

শুক্রবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টা ও দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে দলগুলো।

গ্রুপ পর্বে পরপর দুই জয়ে ৬ পয়েন্টে নকআউট পর্ব নিশ্চিত করায় ব্রাজিল ও পর্তুগালের জন্য ম্যাচটি হবে নিয়ম রক্ষার। এ ছাড়া নকআউটে ব্রাজিল ও পর্তুগালের প্রতিপক্ষ হিসেবে কারা যুক্ত হচ্ছেন, সে জন্য অপেক্ষা করছেন সেলেসাও-পর্তুগিজ সমর্থকসহ বিশ্ব ফুটবলপ্রেমীরা। রাতেই অবসান হচ্ছে ব্রাজিলিয়ান ও পর্তুগিজদের হিসাব-নিকাশ।

ইতোমধ্যেই শেষ ষোলো নিশ্চিত করেছে ১৪ দল। গ্রুপ পর্বের খেলার শেষ হওয়ার পরদিনই শুরু হচ্ছে নকআউট পর্বের খেলা।

প্লে-অফে প্রথম ম্যাচে শনিবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় দোহার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ইউরোপের দেশ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের রানার্সআপ যুক্তরাষ্ট্র। একইদিন কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে রাত ১টায় আহমেদ বিন আলী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা।

অন্যদিকে রোববার রাত ৯টায় দোহার আল থুমামা স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে ‘সি’ গ্রুপের রানার্সআপ পোল্যান্ড। দিবাগত রাত ১টায় আল বাইত স্টেডিয়ামে ‘বি’গ্রুপের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের রানার্সআপ সেনেগাল।

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে বর্তমান রানার্সআপ ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ জাপান। সোমবার রাত ৯টায় মাঠে নামবে দল দুটি। অপর ম্যাচে রাত ১টায় ব্রাজিলের প্রতিপক্ষ ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন বা রানার্সআপ।

কোয়ার্টার ফাইনালের শেষ দুই দল নির্ধারণ হবে ৬ ডিসেম্বর। এদিন ৩৬ বছরের ইতিহাস ভেঙে নকআউটে জায়গা করে নেওয়া মরক্কোর প্রতিপক্ষ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে নামবে দল দুটি। এ ছাড়া শেষ আটের শেষ দল হিসেবে জায়গা করে নেওয়ার লড়াইয়ে পর্তুগালের রাত ১টায় মুখোমুখি হবে ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন বা রানার্সআপ।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com