শনিবার, ১৮ মে ২০২৪, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবে, প্রশ্ন ওবায়দুল কাদেরের দুই ম্যাচ আগেই কিংসকে ‘উপহার’ বাফুফের বৃষ্টিতে ফরিদপুরের পাটচাষিদের ৫০ কোটি টাকা সাশ্রয় হামলা আরও জোরালো করতে পারে রাশিয়া, আশঙ্কা জেলেনস্কির ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে মেয়র তাপসের বক্তব্যের ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলনে সাঈদ খোকন সকালের বৃষ্টিতে কিছুটা স্বস্তি রাজধানীবাসীর কানে ঐশ্বরিয়ার লুক নিয়ে নেটপাড়ায় হাসির রোল টাঙ্গাইলে বজ্রপাতে প্রাণ গেলো ২ ভাইয়ের ভারতে চলন্ত বাসে আগুন, ৮ জনের প্রাণহানি বাংলাদেশের তরুণীকে ভারতে নিয়ে পতিতাবৃত্তি, আজ আদালতের রায় ইভিএম ব্যবহারে ব্যাপক প্রচারের নির্দেশ ইসির ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১০ হজযাত্রীদের হেলথ চেকআপে বিকাশ পেমেন্টে ছাড় মদিনায় চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু মঞ্চেই জুতা ছিঁড়লো মমতার, সেফটিপিন লাগিয়ে পা মেলালেন নৃত্যে শারজাহ থেকে আসা যাত্রীর শরীরে মিললো সাড়ে চার কোটি টাকার সোনা কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে রাফায় হামলা: দীর্ঘ মেয়াদে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত হামাস

বনানীতে ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক

বাংলা৭১নিউজ,ঢাকা:
  • আপলোড সময় শনিবার, ৪ মে, ২০২৪
  • ১০ বার পড়া হয়েছে

কারখানা বন্ধের প্রতিবাদে সকাল থেকে ২ ঘণ্টা অবরোধের পর রাজধানীর বনানীর রাস্তা ছেড়েছেন পোশাক শ্রমিকরা। এখন রাজধানীর ব্যস্ততম সড়ক থেকে শুরু করে আশপাশের সব সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। পুলিশের হস্তক্ষেপে শনিবার (৪ মে) সকাল ১০টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাহান হক বলেন, বিনা নোটিশে বনানীর অ্যাপারেল গার্মেন্টস বন্ধ করে দেওয়া হয়। এরপর সকালে কাজে এসে শ্রমিকরা বন্ধ দেখতে পেয়ে ক্ষোভে সড়কে নেমে অবস্থান করেন। পরে তাদের বুঝিয়ে রেললাইন ও আশেপাশের এলাকায় সরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।  এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে শনিবার (৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে তারা এই অবস্থান নেন। এতে মহাখালী থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় সব সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে ৯টার দিকে পুলিশের আশ্বাসে তারা সড়ক ছেড়ে পাশে রেললাইনে অবস্থান নেন।

 

শ্রমিকরা জানান, পোশাক কারখানা কর্তৃপক্ষ তাদের কিছু না জানিয়ে বন্ধের নোটিশ লাগিয়ে দেয়। কুরবানির আগে এভাবে কারখানা বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ তারা। তাদের দাবি, তিন মাসের বেতন আর কুরবানি ঈদের বোনাস মালিককে দিতে হবে। তবে বিনা নোটিশে কেন গার্মেন্টস বন্ধ করা হলো এর কোনো উত্তর দিতে পারেননি কারখানা কর্তৃপক্ষ। 

এদিকে, দাবি আদায় না হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন শ্রমিকরা।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com