শুক্রবার, ১৭ মে ২০২৪, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, একজনের মৃত্যু নিজেদের ট্যাংক থেকে ছোড়া গোলার আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার এআই ভিডিওর ফাঁদে ভারতের রাজনীতি কোরবানির চাহিদার চেয়ে ২২,৭৭,৯৭৩ অতিরিক্ত গবাদিপশু প্রস্তুত কক্সবাজারের আদলে সাজবে পতেঙ্গা ছিনতাই হতে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করলেন ট্রাফিক পুলিশ সদস্য ‌‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়া হবে’ কেস খেলবা আসো, নিপুণকে ডিপজল পর্যটন খাতে তুরস্ককে বিনিয়োগের আহ্বান মন্ত্রীর গাজায় ১৫ হাজারের বেশি শিশু নিহত বিদেশি ঋণনির্ভর প্রকল্পের অগ্রগতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির মুনাফা বেড়েছে পাপুলের শ্যালিকা ও দুই কর কর্মকর্তার বিরু‌দ্ধে দুদকের মামলা ‘কাক পোশাকে’ কানের লাল গালিচায় ভাবনা ভোট বর্জনের লিফলেট বিতরণকালে বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৩ বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার ‘মাদক সম্রাজ্ঞী’ লাবনীসহ গ্রেপ্তার ৭ ‘ডো‌নাল্ড লু ঘুরে যাওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে’ রূপপুর-মেট্রোরেলসহ ১০ প্রকল্পেই বরাদ্দ ৫২ হাজার কোটি

রোনালদোর জোড়া গোলে ফাইনালে আল নাসর

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৯ বার পড়া হয়েছে

সৌদি আরবে আলো ছড়িয়েই যাচ্ছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। একের পর এক ম্যাচে বল পায়ে জাদু দেখাচ্ছেন আল নাসর তারকা। এবার তার জোড়া গোলে কিংস কাপের ফাইনালে উঠলো আল নাসর। সেমিফাইনালে আল খালিজকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে তারা।

বুধবার (০১ মার্চ) সৌদি আরবের রিয়াদে ম্যাচজুড়ে আলো ছড়ালেন রোনালদো। তাকে সঙ্গ দিলেন সেনেগাল তারকা সাদিও মানে। দুই অর্ধে রোনালদোর দুই গোলের মাঝে জালের দেখা পেলেন মানে। আর তাতেই সহজ জয়ে শিরোপা নির্ধারণী মঞ্চে উঠে যায় আল নাসর।

ম্যাচের শুরু থেকেই দারুণ খেলতে থাকে আল নাসর। তাতে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ১৭তম মিনিটে দলকে এগিয়ে নেন রোনালদো। সতীর্থের ব্যাকপাস ক্লিয়ার করতে গিয়ে বল আল নাসরের একজনের পায়ে তুলে দেন আল খালিজ গোলরক্ষক। বক্সের কোনায় বল পেয়ে বুলেট গতির শটে জাল খুঁজে নেন পর্তুগিজ তারকা।

গোল পেয়ে উজ্জীবিত হয়ে ওঠে আল নাসর। তাতে প্রথমার্ধে আরও একটি গোল পেয়ে যায় তারা। এবার গোলদাতা সাদিও মানে। ডি-বক্সে আল নাসরের একজনকে ফেলে দেন আল খালিজের খেলোয়াড়। দেরি না করে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিক থেকে দলকে এগিয়ে নেন মানে।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে আল নাসর। ৫৭তম মিনিটে সতীর্থের ফ্লিকে বল গোলমুখে পেয়ে শট নেন রোনালদো। গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও ফিরতি বল পেয়ে অনায়াসে লক্ষ্যভেদ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। এ নিয়ে চলতি মৌসুমে আল নাসরের জার্সিতে ৩৯ ম্যাচে রোনালদোর গোল হলো ৩৮টি।

৮২তম মিনিটে একটি গোল শোধ করে আল খালিজ। তবে ততক্ষণে ঘুরে দাঁড়ানোর সুযোগ শেষ। এই আসরে সবশেষ ২০১৯-২০ মৌসুমে ফাইনাল খেলেছিল আল নাসর। সেবার তারা হেরেছিল আল হিলালের বিপক্ষে। আল নাসরের জন্য এবারের ফাইনাল তাই প্রতিশোধের উপলক্ষ্যও।

ফাইনালে এবারও আল নাসরের প্রতিপক্ষ আল হিলাল। শেষ চারের প্রথম ম্যাচে আল-ইত্তিহাদকে ২-১ গোলে হারায় গতবারের চ্যাম্পিয়ন আল হিলাল। আগামী ৩১ মে মাঠে গড়াবে ফাইনাল।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com