মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সাক্ষীর জবানবন্দি : হাসপাতালে শেখ হাসিনা ‘নো রিলিজ, নো ট্রিটমেন্ট’ নির্দেশ দেন ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দেশের পর্যটন খাত এখনো অনেক পিছিয়ে : শিল্প উপদেষ্টা চাকরি পাওয়া মুক্তিযোদ্ধার সন্তানদের তথ্য যাচাই করছে সরকার: উপদেষ্টা সেপ্টেম্বরে স্কুল ফিডিং কার্যক্রম শুরু: গণশিক্ষা উপদেষ্টা বাংলাকে ‘বাংলাদেশের ভাষা’ বলায় চটলেন মমতা রাশিয়াকে যুদ্ধে অর্থায়ন করছে ভারত, অভিযোগ যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগ পর্যন্ত অভিযান চলবে : স্বরাষ্ট্র উপদেষ্টা সমালোচনার পাশাপাশি ভালো দিকগুলোও দেখতে হবে : অর্থ উপদেষ্টা ইয়েমেন উপকূলে নৌকাডুবি, ৬৮ শরণার্থী ও অভিবাসীর মৃত্যু

বাদামের বাম্পার ফলন, খুশি ইদ্রিস মিয়া

রাজশাহী প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

নওগাঁর আত্রাই উপজেলার নন্দনালী এলাকার মৌসুমি কৃষক ইদ্রিস মিয়ার মুখে হাসি ফুটেছে।কারণ, চলতি রবি মৌসুমে তার বাদামের খেতে বাম্পার ফলন হয়েছে। শুধু ইদ্রিস মিয়াই নয়, উপজেলাজুড়ে বাদামের ভালো ফলন পেয়ে খুশি এলাকার অন্যান্য কৃষকরাও।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, রবি ও খরিপ-১—এই দুই মৌসুমে বাদামের চাষ হয়। তবে বিশেষ করে রবি মৌসুমে বাদাম চাষ অধিক লাভজনক হয়ে থাকে। চলতি রবি মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নের প্রায় ২০০ হেক্টর জমিতে বাদামের আবাদ হয়েছে, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি।

এ বছর মাইচর ও বাসন্তি জাতের বাদাম স্থানীয় বাজারে ব্যাপক চাহিদা সৃষ্টি করেছে। বিশেষ করে শলিয়া, মদনডাঙ্গা, গন্ডগোহালি, বৈঠাখালী ও উদয়পুরসহ বালুমাটি অধ্যুষিত এলাকাগুলোতে কৃষকরা আগ্রহভরে বাদাম চাষে ঝুঁকেছেন।

বাদামচাষি আমিনুল রহমান, বৈঠাখালী গ্রামের বাসিন্দা, বলেন, গত বছর অল্প পরিমাণে বাদাম চাষ করেছিলাম, লাভ ভালো হওয়ায় এবার দুই বিঘা জমিতে বাদাম করেছি। ফলন দেখে খুবই সন্তুষ্ট, আশাকরি ভালো দাম পাবো।

রফিকুল ইসলাম শলিয়া গ্রামের আরেক কৃষক বলেন, আমাদের এলাকায় বালুমাটি, যা বাদাম চাষের জন্য উপযোগী। অন্য ফসলের চেয়ে বাদামে খরচ কম, লাভ বেশি। সরকার যদি সার ও বীজের আরও সহজ সহায়তা দেয়, তাহলে আমরা আরও বড় পরিসরে চাষ করতে পারবো।

একই সুরে কথা বলেন শাহানাজ বেগম, মদনডাঙ্গা গ্রামের একজন নারী কৃষক। তিনি জানান, আমি নিজের ও স্বামীর সহযোগিতায় এক বিঘা জমিতে বাদাম চাষ করেছি। ফলন খুব ভালো হয়েছে। এর মাধ্যমে সংসারে আর্থিক স্বচ্ছলতা আসবে বলে মনে করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, কৃষি বিভাগ কৃষকদের আধুনিক প্রযুক্তি ও পদ্ধতিতে বাদাম চাষে উদ্বুদ্ধ করছে। মাঠপর্যায়ে পরামর্শ প্রদানসহ সার্বিক সহায়তা করা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে এ বছর বাদামের রেকর্ড ফলন হবে বলে আশা করছি।

বাদাম চাষের এই অগ্রগতি আত্রাই উপজেলার কৃষি খাতে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। কৃষকরা যেমন আশাবাদী, তেমনি কৃষি বিভাগও ভবিষ্যতে বাদাম চাষ আরও বিস্তারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে আগ্রহী।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com