ফেনীর ফুলগাজী উপজেলার কমুয়া-জাম্মুড়া সড়কের সিলোনিয়া নদীর ওপর সাঁকোটি পানির তোড়ে ভেঙে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো বাসিন্দা।
স্থানীয়রা জানান, মুন্সীরহাট ইউনিয়নের কমুয়া-জাম্মুড়া সড়কের সিলোনিয়া নদীর ওপর একটা নড়বড়ে বাঁশের সাঁকো ছিল। গত কদিন আগে ভারতীয় পাহাড়ি ঢলে নদীর পানি বাড়লে পানির তোড়ে সাঁকোটি ভেঙে যায়। এতে গ্রামবাসীকে প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে চলাচল করতে হয়। শিক্ষার্থীদের স্কুলে যাওয়া ও কৃষকরা কৃষিপণ্য নিয়ে ভোগান্তিতে পড়েন।
সিলোনিয়া নদীর ওপর বাঁশের নির্মিত সাঁকোটি নড়বড়ে হওয়ায় গ্রামবাসী দীর্ঘদিন ধরে একটি পাকা ব্রিজ নির্মাণের দাবি জানালেও তা বাস্তবায়ন হয়নি।
সরেজমিনে দেখা যায়, বাঁশের তৈরি সাঁকোটির দীর্ঘ প্রায় ১০০ ফুট। অতি ব্যবহার ও ঢলের কারণে সাঁকোটি ভেঙে সিলোনিয়া নদীর মাঝখানেই মুখ থুবড়ে পড়ে রয়েছে। তারপরও কিছু লোকজনকে ঝুঁকি নিয়ে সাঁকো পার হতে দেখা যাচ্ছে।
স্থানীয়রা জানান, কমুয়া-জাম্মুড়া সড়কের সিলোনিয়া নদীর এই সাঁকো দিয়ে কমুয়া, কুতুবপুর, জাম্মুড়া, ফকিরখিল ও চাঁনপুরসহ প্রায় পাঁচ গ্রামের বাসিন্দারা যাতায়াত করেন। বর্ষার সময় পাহাড়ি ঢল নেমে এলে নদীর পানির স্রোত বেড়ে যায়।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তখন ঝুঁকি নিয়ে সাঁকোটি পার হতে হয়। ভারী বৃষ্টি হলে অনেক সময় শিশু শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে যায়। এছাড়া বর্ষার সময় কেউ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে বহু দূরের পথ ঘুরে যেতে হয়।
স্থানীয় কলেজ শিক্ষার্থী চাঁনপুর গ্রামের বাসিন্দা কাউসার হোসেন শাকিল বলেন, বন্যার অতিরিক্ত পানির তোড়ে সিলোনিয়া নদীর ওপর সাঁকোটি ভেঙে যাওয়ার কারণে ওই পারের শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় অনুপস্থিত থাকে।
স্থানীয় বাসিন্দা আফজাল হোসেন বলেন, একটি ব্রিজের জন্য গ্রামবাসীকে অনেক কষ্ট করতে হচ্ছে। একসময় গ্রামবাসী মিলে নদীর ওপর একটি বাঁশের সাঁকো তৈরি করি। কিন্তু এখন সেটিও নড়বড়ে হয়ে পানির তোড়ে ভেঙে যায়।
তিনি বলেন, সিলোনিয়া নদীর এ স্থানে একটি ব্রিজ নির্মাণের জন্য এমন কোনো লোক নেই যে, তারা বলেননি। কিন্তু এখন পর্যন্ত কেউ কোনো পদক্ষেপ নিয়েছেন কি না তারা সেটাও জানেন না।
জানতে চাইলে ফুলগাজী উপজেলা প্রকৌশলী সৈয়দ আসিফ মুহাম্মদ বলেন, কমুয়া ও জাম্মুড়া সড়কের সিলোনিয়া নদীর ওপর অনূর্ধ্ব ১০০ মিটার সেতু নির্মাণ প্রকল্পের প্রস্তাব করা হয়েছে। আশা করি খুব দ্রুত কার্যক্রম শুরু হবে।
বাংলা৭১নিউজ/এবি