শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মোহাম্মদপুরে সাংবাদিকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার জন্য পুলিশের দুঃখ প্রকাশ ২০ আগস্ট পবিত্র আখেরি চাহার সোম্বা নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধীর রেকর্ড ভাঙলেন মোদী জামায়াত দল নিয়ন্ত্রণ করেছে, দেশও নিয়ন্ত্রণ করবে: ডা. শফিকুর সীমান্ত এলাকা থেকে এক লাখের বেশি মানুষ সরে গেছে: থাইল্যান্ড ‘জাতিসংঘের মানবাধিকার মিশন আমাদের স্বার্থের বিরুদ্ধে যাবে না’ মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত ৩২, হাসপাতালে ৫১ জন কাউকে গ্রেফতার করতে হলে পরিচয়পত্র দেখাতে হবে: আইন উপদেষ্টা উন্নয়ন শুধু ঢাকায় নয়, প্রত্যেকটি জেলায় সমানভাবে করতে হবে : নাহিদ ইসলাম

৮ নদীর পানি বাড়ছে, ৩ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি শঙ্কা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

সিলেট ও ময়মনসিংহ বিভাগের অন্তত আটটি নদ-নদীর পানি বাড়ছে। আগামী কয়েক দিন এসব নদ-নদীর পানি সমতল আরও বাড়তে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এর ফলে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার নদ-নদীসংলগ্ন নিম্নাঞ্চলে নতুন করে বন্যা দেখা দিতে পারে।

সোমবার (২ জুন) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে জানায়, সিলেট জেলার সুরমা ও কুশিয়ারা নদী এবং মৌলভীবাজারের মনু নদীর পানি বর্তমানে বিপৎসীমার ওপরে দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সুরমা, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীর পানি আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত আরও বাড়তে পারে এবং বিপৎসীমার ওপরে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি সারি, গোয়াইন, যাদুকাটা, ধলাই ও সোমেশ্বরী নদীর পানিও বিপৎসীমা অতিক্রম করতে পারে।

এতে আরও বলা হয়, এই পরিস্থিতির ফলে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। অন্যদিকে সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার নদী তীরবর্তী এলাকাগুলোতেও বন্যার ঝুঁকি রয়েছে।

চট্টগ্রাম বিভাগের মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীগুলোর পানি আগামী ২৪ ঘণ্টায় বাড়তে পারে। তবে দ্বিতীয় দিনে পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং তৃতীয় দিনে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মুহুরী, ফেনী ও হালদা নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়।

এ ছাড়া দেশের উত্তরাঞ্চলে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বাড়লেও তা এখনো বিপদসীমার নিচে রয়েছে। পানি সমতল আগামী চার দিন বাড়তে পারে, তবে বিপদসীমা অতিক্রমের আশঙ্কা নেই। একইভাবে গঙ্গা নদীর পানি স্থিতিশীল রয়েছে এবং পদ্মা নদীর পানি বর্তমানে কমলেও আগামী পাঁচ দিন কিছুটা বাড়তে পারে। তবে এই নদীগুলোর পানি বিপদসীমার নিচে থেকেই প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও জটিল হতে পারে। এ অবস্থায় সংশ্লিষ্ট জেলার স্থানীয় প্রশাসনকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নদীতীরবর্তী এলাকাগুলোর মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com