শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মোহাম্মদপুরে সাংবাদিকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার জন্য পুলিশের দুঃখ প্রকাশ ২০ আগস্ট পবিত্র আখেরি চাহার সোম্বা নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধীর রেকর্ড ভাঙলেন মোদী জামায়াত দল নিয়ন্ত্রণ করেছে, দেশও নিয়ন্ত্রণ করবে: ডা. শফিকুর সীমান্ত এলাকা থেকে এক লাখের বেশি মানুষ সরে গেছে: থাইল্যান্ড ‘জাতিসংঘের মানবাধিকার মিশন আমাদের স্বার্থের বিরুদ্ধে যাবে না’ মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত ৩২, হাসপাতালে ৫১ জন কাউকে গ্রেফতার করতে হলে পরিচয়পত্র দেখাতে হবে: আইন উপদেষ্টা উন্নয়ন শুধু ঢাকায় নয়, প্রত্যেকটি জেলায় সমানভাবে করতে হবে : নাহিদ ইসলাম

কোরবানি গরু কিনে ফেরার পথে লুটের চেষ্টা, ছুরিকাঘাতে তরুণের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামুতে কোরবানি গরু কিনে ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো দুইজন। 

রোববার (২ জুন) রাত ১০টার দিকে গর্জনিয়া সড়কের ফরেস্ট অফিস এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন পারভেজ (১৮) রামুর কাউয়ারখোপ ইউনিয়নের ফুলনির চর এলাকার আব্দুর রহিমের ছেলে। আহতরা হলেন, চাকমারকুল ইউনিয়নের শাহ আহমদ সিকদার পাড়া এলাকার আহমদ হোসেন ও তার ছেলে ফুরকান।

হামলায় আহত ফুরকান জানান, তার ব্যবসায়ী বাবা আহমদ হোসেন ও তার ভাইসহ গর্জনিয়া থেকে ২টি গরু কিনে ফিরছিলেন। গাড়ি না পাওয়ায় হেঁটে ফিরছিলেন তারা। কাউয়ারখোপের জাদিপাহাড় পৌছাঁলে স্থানীয় যুবক জাহেদের নেতৃত্বে কয়েকজন যুবক গরুগুলো প্রথমে ছিনিয়ে নিয়ে যায়। গরু ছিনিয়ে নেওয়ার ঘটনায় জানাজানি পর স্থানীয়রা গরু উদ্ধারে জড়ো হন। এ সময় স্থানীয়দের সঙ্গে যোগ দেন আহমদ হোসেনের দূর সম্পর্কের শ্যালক সালাউদ্দিন পারভেজও। 

এক পর্যায়ে ঘটনাস্থল থেকে স্থানীয়রা গরু দুটি উদ্ধার করে বাড়ির দিকে রওনা দেয়। পরে পেছন দিক থেকে জাহেদসহ কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের ধারলো দা ও ছুরিকাঘাতে গুরুতর আহত হয় পারভেজ, আহমদ হোসেন ও তার ছেলে ফুরকান। ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহত তিনজনকে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করে। আহত একরাম ও আহমদ হোসেনকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়। 

রামু থানার পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বাজার থেকে গরু কিনে ফেরার পথে গরুগুলো ছিনিয়ে নেয় জাহেদসহ কয়েকজন যুবক। পরে সেগুলো উদ্ধার করতে গেলে জাহেদসহ কয়েকজন যুবক হামলা চালায়। ছুরিকাঘাতে তিনজন আহত হয়। এরমধ্যে একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com